৫ হাজার কোটি টাকা লোপাট করেছে পি কে হালদার
দ্য রিপোর্ট প্রতিবেদক: বিভিন্ন কাগুজে কোম্পানির নামে ঋণ নিয়ে প্রায় ৫ হাজার কোটি টাকা লোপাট করেছে আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি প্রশান্ত কুমার হালদার। এর মধ্যে এক প্রতিষ্ঠান থেকেই তুলে নিয়েছে আড়াই হাজার কোটি টাকা। দুদকের তদন্তে এসব তথ্য বেরিয়ে এসেছে। এসব প্রতিষ্ঠানকে প্রায় পথে বসিয়ে এখনো লাপাত্তা পিকে হালদার।
২০১০ সালে প্রশান্ত কুমার হালদার ছিলেন রিলায়েন্স ফাইন্যান্সের এমডি। তার বিশস্ত ব্যক্তি রাশেদুল হক ছিলো একই প্রতিষ্ঠানের ডিএমডি। ৫ বছর পরে পিকে হালদার এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হন। রাশেদুল হক এমডি হিসেবে যোগ দেন ইন্টারন্যাশনাল লিজিংয়ে।
পূর্ব সম্পর্কের জের ধরে অল্প দিনের মধ্যেই ৪০ প্রতিষ্ঠানের নামে পিকে হালদারকে ইন্টারন্যাশনাল লিজিং থেকে আড়াই হাজার কোটি টাকার ঋণ পাইয়ে দেন রাশেদুল। কমিশন ভাগাভাগির গোপন চুক্তির কারণেই অনায়াসে এই বিপুল পরিমাণ ঋণ পায় পিকে হালদার। একটি মামলার তদন্ত করতে গিয়ে এসব তথ্য পায় দুদক।
এছাড়া ফাস্ট ফাইন্যান্স থেকে ১ হাজার ১৩৪ কোটি টাকা, পিপলস লিজিং থেকে ১ হাজার কোটি টাকা, রিলায়েন্স ও বিএফআইসি থেকে ১ হাজার কোটি টাকা ঋণের নামে লোপাট করার অভিযোগ আছে পিকে হালদার ও তার স্বজনদের নামে।
দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান এসব অভিযোগ তদন্ত করছেন। তদন্তের স্বার্থে পিকে হালদার ও তার প্রতিষ্ঠানের ৮৩টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। পিকে হালদারের বিরুদ্ধে ইতমধ্যে ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক।
(দ্য রিপোর্ট/আরজেড/০৯সেপ্টেম্বর, ২০২০)