দ্য রিপোর্ট প্রতিবেদক: বরেণ্য অভিনেতা কে এস ফিরোজ আজ বুধবার সকাল ৬টা ২০ মিনিটে মৃত্যুবরণ করছেন। মঞ্চ, টিভি ও সিনেমায় তার ছিলো সফল পদচারণা। বেশকিছু বিজ্ঞাপনেও প্রশংসিত অংশগ্রহণ ছিলো তার। তবে কে এস ফিরোজ দারুণ জনপ্রিয় একজন অভিনেতা ছিলেন দর্শকপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে।

‘ইত্যাদি’র শুরুর দিক থেকেই এর নিয়মিত অভিনেতা ছিলেন সদ্য প্রয়াত এ অভিনেতা। তাই তার মৃত্যুতে শোকাহত অনুষ্ঠানটির উপস্থাপক, পরিচালক, লেখক ও প্রযোজক হানিফ সংকেত। শোকাহত ‘ইত্যাদি’র পরিবারও।

আজ বুধবার কে এস ফিরোজের একটি ছবি পোস্ট করে হানিফ সংকেত তার ভেরিফায়েড পেজে শোক প্রকাশ করেছেন। তিনি ইত্যাদি পরিবারের পক্ষ থেকে শোকবার্তায় লেখেন, ‘‘ইত্যাদি’র শুরু থেকেই অভিনেতা কে এস ফিরোজ ছিলেন ইত্যাদির প্রায় নিয়মিত শিল্পী। আজ (৯ সেপ্টেম্বর) সকাল ৬টা ২০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গুণী এই অভিনেতার হঠাৎ মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার জন্য মাগফেরাত কামনা করছি।’’

তিনি এই অভিনেতাকে নিয়ে গণমাধ্যমেও নিজের ভালোলাগা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘ফিরোজ ভাইকে ডাকলেই পাওয়া যেত। তিনি আর ‘ইত্যাদি’ করবেন না, মানতে কষ্ট হচ্ছে। তিনি সত্যিকারের একজন গুণী মানুষ ছিলেন। শুটিংয়ে ৯টায় ডাকলে তিনি ১০ মিনিট আগে এসে বসে থাকতেন। কাজকে ভালোবেসেছে। সময়কে মূল্য দিয়েছেন। জীবন তাকে সাফল্য দিয়েছে।’

চিত্রনায়ক রিয়াজ আহমেদ ফেসবুকে লেখেন, গুণী অভিনেতা ও একজন ভালো মানুষ কে এস ফিরোজ ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

অভিনেত্রী শাহনাজ খুশি লেখেন, করোনায় চলে গেলেন আমাদের প্রিয় অভিভাবক, অভিনেতা শ্রদ্ধেয় কে এস ফিরোজ ভাই। সকালটা আটকে গেল খবরটা শোনার পর। কিছু বলবার ভাষা পাচ্ছি না! আপনার শান্তি কামনা করছি।

অভিনেতা ফারুক আহমেদ লেখেন, হঠাৎ করেই চলে গেলেন অভিনেতা কে এস ফিরোজ। এ কেমন চলে যাওয়া! তাঁর আত্মার শান্তি কামনা করছি।

অভিনেত্রী তানভিন সুইটি লেখেন, করোনায় চলে গেলেন আমাদের প্রিয় অভিভাবক, অভিনেতা শ্রদ্ধেয় কে এস ফিরোজ আঙ্কেল। কয়েকদিন আগেও ফোনে কথা হলো, খবর নিলাম কেমন আছেন। কতো স্মৃতি আঙ্কেলের সঙ্গে, অনেক ভালো মনের মানুষ ছিলেন। আমাকে ভীষণ পছন্দ করতেন, বলতেন তুমি সবসময় খবর নিও। আঙ্কেল অনেক দোয়া রইলো। আপনার আত্মার শান্তি কামনা করছি।

অভিনেতা মীর সাব্বির লেখেন, কে এস ফিরোজ অসম্ভব সুন্দর একজন মানুষ। দুর্দান্ত অভিনেতা। সাহসী একজন মানুষ। তার সঙ্গে আমার অনেক অনেক স্মৃতি। অনেক অনেক ভালো লাগার সময় কেটেছে আর স্নেহধন্য হওয়ার সুযোগ হয়েছিল। আজ তিনি এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। মহান আল্লাহ পাকের কাছে আপনার জন্য প্রার্থনা করছি, আল্লাহ যেন আপনাকে বেহেস্তবাসী করেন। আমিন।

অভিনেতা চঞ্চল চৌধুরী লেখেন, বিশ্বাস করতেও খুব কষ্ট হচ্ছে, আমাদের প্রবীণ অভিনেতা, অগ্রজ কে এস ফিরোজ ভাই না ফেরার দেশে চলে গেলেন...। আর দেখা হলো না আপনার সঙ্গে। আপনার জন্য চিরশান্তি কামনা করি...গভীর শ্রদ্ধা।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯সেপ্টেম্বর, ২০২০)