প্রথম দিনে নৌকার ৬৭৮ মনোনয়নপত্র বিক্রি
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনের বৈতরণী পাড়ি দিতে মনোনয়নপত্র বিক্রির প্রথম দিনেই নৌকার মনোনয়নপত্র কিনলেন ৬৭৮ যাত্রী।
দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম রবিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র বিক্রি উদ্বোধন করেন। বিকেল ৫টা পর্যন্ত নৌকার যাত্রী হিসেবে প্রথম দিনেই মনোনয়নপত্র কেনেন ৬৭৮ যাত্রী। ২৫ হাজার টাকা করে মোট ১ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকার মনোনয়ন বিক্রি হয়েছে।
বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম দিনের মনোনয়নপত্র বিক্রি শেষে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস এসব তথ্য জানান।
ঢাকা বিভাগে ২১৫, রাজশাহীতে ৭৫, সিলেটে ৫২, রংপুরে ৮০, বরিশালে ৫৮, খুলনায় ৯৫ ও চট্টগ্রাম বিভাগে ১০৩ সর্বমোট ৬৭৮টি মনোনয়নপত্র বিক্রি হয়। এর মধ্যে ২২টি মনোনয়নপত্র জমা পড়েছে।
এরপর সোমবার সকাল ১০টা থেকে পুনরায় মনোনয়ন বিক্রি শুরু হবে। মনোনয়ন বিক্রি চলবে ১৬ নভেম্বর পর্যন্ত।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মনোনয়ন সংগ্রহ করার মধ্য দিয়ে শুরু হওয়ার পর আরও সংগহ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীসহ ৯ মন্ত্রী। অন্যান্যের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, সাবের হোসেন চৌধুরী, আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, আসাদুজ্জামান নূর প্রমুখ।
(এইউএ/এনডিএস/নভেম্বর ১০,২০১৩)