করোনায় আরও ৪১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৮৯২
দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৯২ জন। এ নিয়ে জেলায় দেশে মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩৪ জনে দাঁড়িয়েছে এবং শনাক্ত হয়েছে ৩ লাখ ৩২ হাজার ৯৭০ জন রোগী।
বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আইইডিসিআরের হিসাবে একদিনে আরও ২ হাজার ৭৪৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৩৩ হাজার ৫৫০ জন হয়েছে।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ১৬ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৯ দশমিক ৭০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭০ দশমিক ১৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৯ শতাংশ।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ, ২৬ অগাস্ট তা ৩ লাখ পেরিয়ে যায়। এর মধ্যে ২ জুলাই ৪ হাজার ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ৭ সেপ্টেম্বর সেই সংখ্যা সাড়ে চার হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন একদিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।
(দ্য রিপোর্ট/আরজেড/১০সেপ্টেম্বর, ২০২০)