নিয়মিত গোমুত্র পান করতেন অক্ষয়
দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের কট্টর হিন্দুত্ববাদীদের অনেকে গোমুত্র পান করেন। এটা নিয়ে বিতর্কের শেষ নেই। কিন্তু এই গোমুত্র যখন একজন সুপারস্টার পান করেন, তখন বিষয়টা বিস্ময়কর বটে!
হ্যাঁ, বলিউডের তারকা অভিনেতা অক্ষয় কুমার গোমুত্র পান করেছেন। স্বাস্থ্য সুরক্ষার জন্য তিনি একসময় নিয়মিত এটা পান করতেন। একটি ইনস্টাগ্রাম লাইভে এসে অক্ষয় নিজেই এই কথাটি স্বীকার করেছেন।
সম্প্রতি অক্ষয় কুমার অংশ নিয়েছেন ডিসকভারি চ্যানেলের জনপ্রিয় শো ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এ। সেখানে তিনি বিয়ার গ্রিলসের সঙ্গে অভিযানে অংশ নিয়েছেন। আর খেয়েছেন হাতির মলের চা!
এই অনুষ্ঠানের প্রচার বিষয়ক একটি লাইভে অংশ নেন অক্ষয়, বিয়ার গ্রিলস ও অভিনেত্রী হুমা কুরেশি। সেখানে হুমা অক্ষয়কে জিজ্ঞেস করেন, ‘হাতির পটি থেকে বানানো চা খেতে কেমন লাগল?’
একইসঙ্গে বিয়ার গ্রিলসও জিজ্ঞেস করেন, ‘ওটা খেতে কি খুব খারাপ ছিল?’
জবাবে অক্ষয় বলেন, ‘আমার কোনো অসুবিধা হয়নি। আমি তো রোজ গোমূত্র পান করতাম। আয়ুর্বেদের কারণে।’
অক্ষয়ের এই মন্তব্যটি মুহূর্তেই ছড়িয়ে যায় চারদিকে। রাতারাতি ভাইরাল হয়ে যায় তার গোমুত্র পানের বিষয়টি। অবশ্য এরপর আর এই বিষয়ে কিছু বলেননি খিলাড়ি তারকা।
(দ্য রিপোর্ট/আরজেড/১২সেপ্টেম্বর, ২০২০)