আমিরাতের পথে বাহরাইন, ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের চুক্তি
দ্য রিপোর্ট ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের পর এবার ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক তৈরি করতে আরেক আরব দেশ বাহরাইন একটি চুক্তিতে পৌঁছেছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার বাহরাইন ও ইসরায়েলের স্বাভাবিক সম্পর্কের ঘোষণা দিয়ে এটিকে 'বিরাট সাফল্য' হিসেবে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। খবর বিবিসি ও আল জাজিরার।
একটি যৌথ বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র, বাহরাইন ও ইসরায়েল বলেছে যে, শুক্রবার ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গে কথা বলার পর এই চুক্তি হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে শান্তির জন্য এটি আরও একটি ঐতিহাসিক অগ্রগতি।
এর আগে গত ১৩ আগস্ট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত। ১৫ সেপ্টেম্বর হোয়াইট হাউসে আমিরাত-ইসরায়েলের চুক্তির অনুষ্ঠানে বাহরাইনও অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বাহরাইন-ইসরায়েলের চুক্তিকে অকল্পনীয় উল্লেখ করে ট্রাম্প বলেন, এটি এত তাড়াতাড়ি ঘটবে তা কল্পনায়ও ছিল না।
ট্রাম্পের জামাতা এবং হোয়াইট হাউসের সিনিয়র উপদেষ্টা জ্যারেড কুশনার এই চুক্তিকে ট্রাম্প প্রশাসনের 'চার বছরের দুর্দান্ত কাজের সমাপ্তি' হিসাবে উল্লেখ করেছেন। তিনি বলেন, 'আমরা একটি নতুন মধ্যপ্রাচ্যের সূচনা দেখছি'।
(দ্য রিপোর্ট/আরজেড/১২সেপ্টেম্বর, ২০২০)