ফের অক্সফোর্ডের করোনা টিকার ট্রায়াল শুরু হচ্ছে
দ্য রিপোর্ট ডেস্ক: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন নেওয়া এক ব্যক্তি অসুস্থ হলে টিকার ট্রায়াল বন্ধ হয়ে যায়। কিন্তু শনিবার থেকে ফের চালু হচ্ছে পরীক্ষামূলক কভিড-১৯ ভ্যাকসিনের ট্রায়াল। ব্লুমবার্গের এক এমন তথ্য জানা গেছে প্রতিবেদনে।
ইংল্যান্ড সরকারের কাছ থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পরই ভ্যাকসিনের ট্রায়াল চালু করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ফের পূর্ণোদ্যমে কাজে নেমে পড়েছেন তারা।
অক্সফোর্ড এক বিবৃতিতে বলছে, সুরক্ষা তথ্য পর্যালোচনা শেষে যুক্তরাজ্যের মেডিসিনস হেলথ রেগুলেটরি অথরিটি (এমএইচআরএ) পুনরায় ট্রায়াল শুরু করার পরামর্শ দিয়েছে। তবে অংশগ্রহণকারীদের অসুস্থতা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি।
বিবৃতিতে অ্যাস্ট্রাজেনেকা বলছে, যুক্তরাজ্যের কমিটি তদন্ত শেষ করেছে। মেডিসিনস হেলথ রেগুলেটরি অথরিটিকে সুপারিশ করেছে যে, যুক্তরাজ্যে ট্রায়াল ফের শুরু করাটা নিরাপদ।
শনিবার অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ডের বিবৃতিগুলো যুক্তরাজ্যের বাইরের ট্রায়াল নিয়ে কোনো তথ্য জানায়নি। শুধু যুক্তরাজ্যের ভেতরের ট্রায়াল নিয়ে তথ্য জানিয়েছে।
সূত্র: ব্লুমবার্গ।
(দ্য রিপোর্ট/আরজেড/১৩সেপ্টেম্বর, ২০২০)