অর্থমন্ত্রীর সঙ্গে পাট রফতানিকারকদের বৈঠক
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : পাট রফতানিকারকরা অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে তার সহযোগিতা চেয়েছেন। তারা অনুরোধ করেছেন, গত ৫ বছরে নেয়া তাদের ব্যাংক ঋণের মোট সুদ একটি সুদবিহীন ব্লক একাউন্টে রেখে পুনরায় পাট কিনতে ঋণ দিতে হবে।
বাংলাদেশ সচিবালয়ে রবিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাতকালে বাংলাদেশ জুট এসোসিয়েশনের নেতারা এ অনুরোধ জানান।
অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বাংলাদেশ জুট এসোসিয়েশন সাবেক চেয়ারম্যান ও বর্তমান কার্যনিবাহী কমিটির সদস্য মোঃ রেজাউল করিম ‘দিরিপোর্ট২৪কে বলেন, ‘দেশের পাট রফতানিকারকরা বর্তমানে চরম দুর্দশার মধ্যে রয়েছেন। গত পাঁচ বছরে সরকারি-বেসরকারি সাতটি ব্যাংকে প্রায় ৩শ’ জন পাট রফতানিকারকের আসল ও সুদসহ মোট দেনার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ হাজার কোটি টাকা। বিপুল পরিমাণ এ অর্থ অনাদায়ী থাকার কারণে পাট ক্রয়ে ব্যাংকগুলো নতুন করে তাদের আর ঋণ দিচ্ছে না এবং ব্যাংকের দেনাও তারা পরিশোধ করতে পারছেন না।’
তিনি জানান, যে সাতটি ব্যাংক থেকে পাট রফতানিকারকরা ঋণ নিয়েছেন সেই ব্যাংকগুলো হচ্ছে রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বিশেষায়িত বেসিক ব্যাংক এবং বেসরকারি খাতের উত্তরা ও পূবালী ব্যাংক।
রেজাউল করিম বলেন, ‘অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আমরা ২৫০ কোটি টাকা সুদ একটি সুদবিহীন ব্লক একাউন্টে জমা রেখে তিন বছরের রেয়াতী সুবিধা দিয়ে পরবর্তী ১০ বছরে তা পরিশোধ করার সুযোগ দেয়ার প্রস্তাব করেছি।’
তাদের প্রস্তাবের প্রেক্ষিতে অর্থমন্ত্রী কী সিদ্ধান্ত দিয়েছেন– সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে রেজাউল করিম বলেন, ‘আমাদের প্রস্তাবের বিষয়ে অর্থমন্ত্রী ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে এর একটি সুরাহা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।’
(দিরিপোর্ট২৪/ এসআর/এইচএস/এমডি/নভেম্বর ১০, ২০১৩)