শ্রীলঙ্কার শর্তে খেলা সম্ভব নয়- পাপন
দ্য রিপোর্ট প্রতিবেদক: আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হিসেবে শ্রীলঙ্কায় তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল এই মাসেই। তবে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের দেওয়া নানান শর্তে এই সিরিজে যাওয়া সম্ভব নয় টাইগারদের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বোর্ডের বাকি সদস্যদের সঙ্গে এক বৈঠক শেষে আজ এই সিদ্ধান্ত জানিয়েছেন। দীর্ঘ আলোচনা শেষে পাপন জানিয়েছেন, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের দেওয়া শর্তে শ্রীলঙ্কা সফরে যাওয়া সম্ভব নয়। আর শ্রীলঙ্কা সফর না হলে দ্রুতই মাঠে ফেরানো হবে ঘরোয়া ক্রিকেট।
করোনা পরবর্তী এই সফরের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে ছিল নানান জল্পনা-কল্পনা। এরপর আজ বিসিবির এক সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রীলঙ্কা সফর নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেন বোর্ড সভাপতি নিজে। তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলকে তিন ম্যাচ সিরিজের জন্য যে শর্ত জুড়ে দিয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড তা ইতিহাসে বিরল। এমন শর্ত মেনে সফরে যাওয়া সম্ভব নয়। আর শ্রীলঙ্কা সফর না হলে দেশের ঘরোয়া ক্রিকেট ফেরানো হবে খুব দ্রুত।’
(দ্য রিপোর্ট/আরজেড/১৪সেপ্টেম্বর, ২০২০)