দ্য রিপোর্ট ডেস্ক: ২০১৮ সালে ‘বাহুবলি’ ফ্র্যাঞ্চাইজির ওপর ভিত্তি করে অরিজিনাল ওয়েব সিরিজ নির্মাণ করার ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স। ‘বাহুবলি: দ্য বিগিনিং’ (২০১৫) ও ‘বাহুবলি: দ্য কনক্লুসন’ (২০১৭) সিনেমার দুটির প্রিক্যুয়েলে নির্মিত হবে এবারের ওয়েবসিরিজটি। নাম হবে ‘বাহুবলি: বিফোর দ্য বিগিনিং’।

নতুন সৃজনশীল দৃষ্টিকোণ থেকে সিরিজটি নির্মাণের জন্য কাজ শুরু করেছে নেটফ্লিক্স ও অর্ক মিডিয়া ওয়ার্কস। নির্মাতা এস এস রাজামৌলির সঙ্গে মিলে ‘বাহুবলি’ সিনেমাটি বানিয়েছিল অর্ক মিডিয়া ওয়ার্কস।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে নেটফ্লিক্স জানায়, ভারতের সবচেয়ে জনপ্রিয় সিনেমাগুলোর অন্যতম ‘বাহুবলি’। এরকম একটি সিনেমাকে নতুন করে জীবন্ত করে তুলতে উপযোগী সবকিছুই বিবেচনা করা হচ্ছে। দারুণ সহযোগী সংস্থার সহযোগিতায় আমরা এর গল্প সাজাচ্ছি।

আমরা একসঙ্গে নিশ্চিত করতে চাই, যেন এতে সুবিস্তৃত দৃষ্টি, গল্পের গভীরতা ও জটিল চরিত্রগুলোর সঙ্গে ন্যায় করতে পারি। ‘বাহুবলি: বিফোর দ্য বিগিনিং’ প্রথম সিজন নির্মিত হচ্ছে আনন্দ নীলকণ্ঠ রচিত ‘দ্য রাইজ অব শিবগামী’ অবলম্বনে।

(দ্য রিপোর্ট/আরজেড/২০সেপ্টেম্বর, ২০২০)