মুক্তিযোদ্ধা কোটা প্রমাণে ব্যর্থ হলে কলেজে ভর্তি বাতিল
দ্য রিপোর্ট প্রতিবেদক: মুক্তিযোদ্ধা কোটায় একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের তালিকা যাচাই করে ভর্তি নেয়ার নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। রোববার (২০ সেপ্টেম্বর) বিজ্ঞপ্তি জারি করে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডকে নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জানানো যাচ্ছে যে, চাকরিতে নিয়োগ, পিআরএল, ভর্তি সংক্রান্ত সব কার্যক্রমের ক্ষেত্রেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ওয়েবাইটে (www.molwa.gov.bd) থাকা তালিকা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কলেজে ভর্তির ক্ষেত্রে পরবর্তীতে উপযুক্ত কাগজপত্র দেখাতে না পারলে ভর্তি বাতিল করা হবে।
(দ্য রিপোর্ট/আরজেড/২০সেপ্টেম্বর, ২০২০)