দ্য রিপোর্ট প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় শিফাত (১৮) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যু হয়।

ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, চিকিৎসাধীন অবস্থায় শিফাত নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দগ্ধদের মধ্যে ৩৪ জন মারা গেছেন। বাকি ২ জনের অবস্থাও আশঙ্কাজনক।

গত ৪ সেপ্টেম্বর মসজিদে বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হন। তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে ৩৪ জন মারা গেছেন। একজন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

(দ্য রিপোর্ট/আরজেড/২২সেপ্টেম্বর, ২০২০)