মসজিদে বিস্ফোরণঃ ৩৫ পরিবারে ৫ লাখ টাকা করে অনুদান
দ্য রিপোর্ট প্রতিবেদক: নারায়ণঞ্জের পশ্চিম তল্লায় মসজিদে বিস্ফোরণে নিহত ও আহত ৩৫ জনের পরিবার ৫ লাখ টাকা পাচ্ছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বমোট ১ কোটি ৭৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী রবিবার বা সোমবার ওই ৩৫ পরিবারের সদস্যদের নিকট আর্থিক সহায়তা তুলে দেয়া হবে।
(দ্য রিপোর্ট/আরজেড/২৪সেপ্টেম্বর, ২০২০)