দ্য রিপোর্ট ডেস্ক: মাদক প্রসঙ্গে বিপাকে পড়েছেন বলিউডের বেশ কয়েকজন তারকা। তাদেরই একজন অভিনেত্রী দীপিকা পাডুকোন। বলিউডের শীর্ষ জনপ্রিয় এই অভিনেত্রী মাদক নিয়ে চ্যাট গ্রুপের এডমিন ছিলেন বলে বিস্ফোরক তথ্য জানিয়েছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি।

এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দীপিকাকে এনসিবির পক্ষ থেকে তলব করা হয়। শনিবার সকালে তিনি মুম্বাইয়ের ইভেলিন গেস্ট হাউজে পৌঁছান। সেখানেই দীপিকাকে জিজ্ঞাসাবাদ করছেন এনসিবির কর্মকর্তরা।

সম্প্রতি ইন্টারনেটে একটি হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ের স্ক্রিনশট ফাঁস হয়। সেখাননে ‘ডি’ ও ‘কে’ নামের দুই ব্যক্তির মধ্যে কথা আদান-প্রদান হয়েছে। জানা যায়, ডি নামের ব্যক্তি মূলত দীপিকা পাডুকোন এবং কে নামের ব্যক্তি হচ্ছেন তার ম্যানেজার কারিশমা প্রকাশ।

উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করতে গিয়েই বলিউডের মাদক সাম্রাজ্যের খোঁজ পায় এনসিবি। প্রথমে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীতে গ্রেফতার করা হয়। এরপর একে একে উঠে আসে আরও অনেকের নাম। সেই তালিকায় আছেন রাকুল প্রীত সিং, সারা আলি খান ও শ্রদ্ধা কাপুরের মতো তারকারা।

(দ্য রিপোর্ট/আরজেড/২৬সেপ্টেম্বর, ২০২০)