দ্য রিপোর্ট ডেস্ক: পাকিস্তানে যাত্রীবাহী ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে ‘দ্য ডন’ জানিয়েছে, যাত্রীবাহী ভ্যানটি শনিবার (২৬ সেপ্টেম্বর) হায়দরাবাদ থেকে বন্দর নগরী করাচী যাচ্ছিল। এই সময় হায়দরাবাদ-করাচী মহাসড়কের নুরিয়াবাদ নামক স্থানে এটি উল্টে যায়। পরবর্তী সময়ে ভ্যানটির তেলের ট্যাংক ফুটো হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সিনিয়র মোটরওয়ে পুলিশ কর্মকর্তা আফতাব পাঠান সংবাদমাধ্যমটিতে জানান, ভ্যানটিতে কমপক্ষে ২০ জন যাত্রী ছিলেন। নিহত ১৩ জনের মধ্যে ৩ জন শিশু। বাকিদের জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে একটি এক বছর বয়সি শিশুও রয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ টেস্ট করাতে হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭সেপ্টেম্বর, ২০২০)