রিফাত হত্যা মামলায় রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত চত্বরে নিরাপত্তা জোরদার
বরগুনা প্রতিনিধি: বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালতপাড়াসহ জেলা কারাগার ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
এই হত্যা মামালায় প্রাপ্তবয়স্ক ১০ জনের বিরুদ্ধে বুধবার (৩০ সেপ্টেম্বর) রায় ঘোষণা করবে জেলা ও দায়রা জজ আদালত।
এরইমধ্যে পুলিশ সুপারের কার্যালয় ও আদালত প্রাঙ্গণকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বেড়েছে। সেসঙ্গে আদালতপাড়া ঘিরে বিভিন্ন সড়কে অর্ধ ব্যারিকেড বসানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর দফতর) মহরম আলী জানান, রিফাত হত্যা মামলার রায়কে ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি রোধে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে আদালত প্রাঙ্গণে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/৩০সেপ্টেম্বর, ২০২০)