দ্য রিপোর্ট ডেস্ক: কলকাতার সিনেমায় জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী করোনায় আক্রান্ত হয়েছেন। মহামারি এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে তার শারীরিক অবস্থা খুব বেশি আশঙ্কাজনক নয়।

গত কয়েক দিন ধরে সোহমের শরীরে করোনার উপসর্গ দেখা দিচ্ছিল। কালক্ষেপণ না করে তিনি পরীক্ষা করান। সোমবার তার রেজাল্ট আসে- কোভিড ১৯ নেগেটিভ। এরপর ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার রাতে কলকাতার একটি হাসপাতালে ভর্তি হন তিনি।

এদিকে সোহমের করোনায় আক্রান্তের পর তার স্ত্রী-সন্তানেরও করোনা পরীক্ষা করা হয়েছে। তবে তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে।

সিনেমার কাজ প্রায় বন্ধ কলকাতায়। তবে সোহম তৃণমূল কংগ্রেসের যুব নেতা। রাজনৈতিক কাজে একাধিক জেলায় গিয়েছেন এই করোনার মধ্যেই। বিভিন্ন সভায় অংশ নিয়েছেন।

প্রসঙ্গত, করোনার থাবায় ভারতের অবস্থা ভয়াবহ। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু এই দেশে। সাধারণ মানুষদের পাশাপাশি সিনে জগতের অনেকেও করোনায় আক্রান্ত হয়েছেন। কিছু দিন আগেই রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক, রাজ চক্রবর্তীসহ বেশ কয়েকজন তারকা এই মহামারিতে ভুগেছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/৩০সেপ্টেম্বর, ২০২০)