দ্য রিপোর্ট প্রতিবেদক: বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা আজ। সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন বৌদ্ধ বিহারে শুরু হয় হয় বৌদ্ধপূজা, পঞ্চশীল প্রার্থনা, শীল গ্রহণ ও  প্রদীপ পূজা। পরের দিন থেকেই বিভিন্ন বিহারে পালিত হবে কঠিন চীবরদান উৎসব।

বৌদ্ধ ধর্মানুসারীদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। এদিনে, গৌতম বুদ্ধ স্বধর্ম প্রচারের জন্য তার ভিক্ষু সংঘকে নির্দেশ দেন। এদিনে ভিক্ষুদের ত্রৈমাসিক বর্ষাবাসের সমাপ্তিও হয়।

করোনা অতিমারীর কারণে এ বছর অনাড়ম্বরভাবে উৎসবটি উদযাপন করা হবে বলে জানান আয়োজকরা। সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন বিহারে শুরু হয় বৌদ্ধপূজা। সন্ধ্যায় ওড়ানো হবে ফানুস।

(দ্য রিপোর্ট/আরজেড/১ অক্টোবর, ২০২০)