করোনায় মারা গেলেন আফরান নিশোর বাবা
দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রাণঘাতী করোনায় এবার প্রাণ গেল দেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বাবা মো. আব্দুল হামিদ মিয়া ভোলার (৭৫)। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের ব্যক্তিগত সহকারী কাজী ইমরান।
এর আগে ওই হাসপাতালের আইসিইউতে বেশকিছুদিন ধরেই ভর্তি ছিলেন তিনি। মো. আব্দুল হামিদ মিয়া টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধা।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
(দ্য রিপোর্ট/আরজেড/১ অক্টোবর, ২০২০)