দিরিপোর্ট২৪ ডেস্ক: অবৈধ বিদেশি শ্রমিকদের আর কোনো সুযোগ দেবে না সৌদি সরকার। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে শনিবার চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে। খবর এনডিটিভির।

সৌদি সরকার জানায়, যেসব প্রতিষ্ঠানের মাধ্যমে অবৈধ শ্রমিকরা সৌদি আরব আসে, তাদেরও আর প্রশ্রয় দেয়া হবে না।

অবৈধ বিদেশি শ্রমিকদের বৈধ কাগজপত্র সংগ্রহের জন্য দেশটির সরকারের বেঁধে দেয়া ছয়মাসের সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার পর চলতি মাসে সৌদি সরকার অবৈধ বিদেশি শ্রমিকদের ধরতে অভিযান শুরু করে।

অভিযান চলাকালে কোনো বিশেষ সুবিধা দেয়া হবে না বলে দেশটির শ্রম মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।

এদিকে, সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হলেও এখনো অবৈধ শ্রমিকদের জরিমানা দিয়ে বৈধ হওয়ার সুযোগ রয়েছে বলে দেশটির শ্রম মন্ত্রণালয় জানিয়েছে।

(দিরিপোর্ট২৪/কেএন/এমডি/নভেম্বর ১০, ২০১৩)