পোস্টারেই মাঠ কাঁপিয়ে দিলেন শাকিব খান!
দ্য রিপোর্ট প্রতিবেদক: মুখে চাপ দাঁড়ি, চোখে সানগ্লাস, গায়ে সাদা শার্ট, চড়ে আসছেন দৃষ্টিনন্দন বাইকে; ব্যাস মুহূর্তেই ভাইরাল! ব্যাপারটা ঘটেছে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে কেন্দ্র করে। তার নতুন সিনেমা ‘নবাব এলএলবি’-এর পোস্টার প্রকাশের পরই চারদিকে হৈচৈ পড়ে গেছে।
শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে উন্মুক্ত করা হয় ‘নবাব এলএলবি’ সিনেমার প্রথম পোস্টার। যেখানে কেবল শাকিব খানকেই দেখা গেছে। পুরো পোস্টারে রাখা হয়েছে প্রতিবাদের আবহ। যেহেতু এই সিনেমা আইন কেন্দ্রিক, আর শাকিব খানের চরিত্রটি একজন আইনজীবীর; সেই বিষয়টি পোস্টারে চমকপ্রদভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
পোস্টারটি প্রকাশের পর ফেসবুকে প্রায় ভাইরাল। চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে এই পোস্টার নিয়ে আলোচনার ঝড় বইছে। কেবল শাকিব খানের পেজ থেকেই মাত্র ১৬ ঘণ্টায় পোস্টারটিতে লাইক পড়েছে প্রায় ৬০ হজার।
‘নবাব এলএলবি’ সিনেমাটি নির্মাণ করছেন অনন্য মামুন। এতে শাকিব খানের বিপরীতে আছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। সিনেমাটির সংলাপ দৃশ্যের শুটিং ইতোমধ্যে শেষ। বাকি রয়েছে কেবল গান ও ফাইটিং দৃশ্যায়ন। সেটা ধারণ করা হবে মালদ্বীপে।
এই সিনেমা মুক্তি পাবে অনলাইন প্ল্যাটফর্ম ‘আই থিয়েটার’-এ। এটিই হতে যাচ্ছে শাকিব খান অভিনীত প্রথম সিনেমা, যেটি সরাসরি অনলাইনে মুক্তি পাচ্ছে। সিনেমাটি প্রযোজনা করছে সেলিব্রেটি প্রোডাকশন।
(দ্য রিপোর্ট/আরজেড/০৩ অক্টোবর, ২০২০)