বাফুফে নির্বাচনে ফিফা সভাপতির বার্তা
দ্য রিপোর্ট ডেস্ক: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র নির্বাচন উপলক্ষে ভিডিওতে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা বার্তায়, বাংলাদেশের ফুটবল নিরাপদ হাতে আছে বলে মন্তব্য করেছেন তিনি। কোভিড-১৯ পরিস্থিতির জন্য এই নির্বাচনের সময় বাংলাদেশে থাকতে না পারার আক্ষেপও করেন তিনি।
ভিডিও বার্তায় ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো বলেন,'প্রিয় সভাপতি, প্রিয় কাজী, প্রিয় মাহফুজা, প্রিয় কাউন্সিল সদস্য, প্রিয় বন্ধুরা এবং ভদ্র মহিলা ও মহোদয়গণ, আমি প্রথমে বলতে চাই যে, আমি আজ আপনাদের নির্বাচনী কংগ্রেসকে সম্বোধন করতে পেরে ভীষণ আনন্দিত।'
'এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কংগ্রেস এবং এটি একটি নির্বাচনী কংগ্রেস। এই কংগ্রেসের জন্য আমি সকল প্রার্থীকে শুভকামনা জানাতে চাই। এই কংগ্রেস ফুটবলের হয়ে বাংলাদেশের পক্ষে কাজ করে যাচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে আমি শারীরিকভাবে আপনাদের সঙ্গে সেখানে থাকতে পারছি না।'
(দ্য রিপোর্ট/আরজেড/০৩ অক্টোবর, ২০২০)