চীনে ট্যাংকে চড়ে সেনাবাহিনীতে গণ বিয়ে
দ্য রিপোর্ট ডেস্ক: চীনের জাতীয় দিবস ছিল গত ১ অক্টোবর। ১৯৪৯ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় পিপলস রিপাবলিক অব চায়না। চীনের কমিউনিস্ট পার্টি এদিন আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করে এবং সমাজতান্ত্রিক আদর্শে দেশ পরিচালনার ভার গ্রহণ করে।
দেশটির জাতীয় দিবস উদযাপনে ভিন্ন এক পদ্ধতি বেছে নিয়েছে পিপলস লিবারেশন আর্মির একটি গ্রুপ। এদিন জাতীয় দিবস উপলক্ষ্যে গণ বিয়ের আয়োজন করে তারা।
পরে ছবিতে পুরুষদের উর্দি এবং নারীদের বিয়ের গাউনে দেখা যায়। এসময় তাদের হাতে লাল গোলাপ ছিল। অনেকে আবার ট্যাংকের ভেতর ছবির জন্য পোজ দেন। আবার হাত দিয়ে কেউ কেউ ‘হৃদয়’ আকৃতি তৈরি করেন।
চীনের স্বায়ত্ত্বশাসিত গুয়াংশি ঝৌয়াং অঞ্চলের গুইলিনে এই গণ বিয়ে অনুষ্ঠিত হয়। সেখানে চীনের পিপলস লিবারেশন আর্মির ৭৫তম আর্মি গ্রুপের ৩০ জন সেনাসদস্য চীনের জাতীয় দিবস ১ অক্টোবর বিয়ে করেন।
পরিবারের সদস্য ও সহকর্মীদের সামনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
(দ্য রিপোর্ট/আরজেড/০৩ অক্টোবর, ২০২০)