যশোর বিমানবন্দর আন্তর্জাতিকীকরণসহ এগারো দফা দাবি
দ্য রিপোর্ট প্রতিবেদক : যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিকীকরণ, দৌলতদিয়া -পাটুরিয়া ফেরীঘাটে পদ্মাসেতু নির্মাণ ও বৃহত্তর যশোর বিভাগ ঘোষণাসহ মোট এগারো দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদ।
শনিবার সকাল ১১টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগর-রুনী মিলনায়তনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংগঠনটি অন্যান্য দাবিগুলো হল,যশোরকে পৃথক বিভাগ ঘোষণা ও পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণ, বৃহত্তর যশোরের ৪টি জেলা নড়াইল, মাগুরা, ঝিনাইদহ ও যশোরে ৪টি বিশেষ অর্থনৈতিক জোন ঘোষণা; ৪টি জেলায় পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়, বৃহত্তর যশোরে কৃষি বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়, মহাকবি মাইকেল মধুসুদন দত্ত, ফকির লালন শাহ, চিত্রশিল্পী এস.এম সুলতান সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নড়াইল ও ঝিনাইদহে মেডিকেল কলেজ স্থাপন;বেনাপোল স্থল বন্দর আধুনিকায়ন এবং যশোরে বাংলাদেশ ব্যাংকের শাখা স্থাপন; ঢাকা-যশোর-বেনাপোল মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ এর কাজ জরুরী ভিত্তিতে সম্পন্ন করা এবং প্রতিটি উপজেলায় হাইটেক পার্ক স্থাপন করা; বৃহত্তর যশোরের ৪ জেলায় আন্তজেলা রেল যোগাযোগ স্থাপন এবং সাতক্ষীরা-যশোর রেল লাইন বশিরহাটের সঙ্গে সংযুক্তকরণসহ মাগুরা থেকে নড়াইল এবং মাগুরা থেকে ঝিনাইদহ হয়ে মুজিবনগর পর্যন্ত সম্প্রসারণ; কালীগঞ্জ থেকে ঝিনাইদহ পর্যন্ত রেল লাইনটি পুনরায় চালু ; বৃহত্তর যশোরের ৪ জেলায় অনতিবিলম্বে গ্যাস সরবরাহ; বৃহত্তর যশোরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ; এবং বৃহত্তর যশোরে বাওড় সম্পৃক্ত পর্যটন নেটওয়ার্ক গড়ে তোলা ও পর্যটন কর্পোরেশনের মাধ্যমে একটি পাঁচ তারকা হোটেল নির্মাণ।
সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্য সংগঠনের সভাপতি প্রকৌশলী বাবু শৈলেন্দ্র নাথ সাহা বলেন - স্বাধীনতা যুদ্ধের প্রথম শত্রুমুক্ত জেলা যশোর দীর্ঘদিন ধরে অবহেলিত। যশোরকে ভেঙে বিভিন্ন জেলা করা হয়েছে; এমনকি বৃহত্তর যশোরের মহকুমা খুলনাকেও বিভাগ করা হয়েছে। কিন্তু দেশের উন্নয়নে বৃহত্তর যশোর যে ভূমিকা রেখে চলেছে, সেই হিসেবে উন্নয়নের দিক থেকে যশোরবাসী এখনো বঞ্চিত ও অবহেলিত।তাই বৃহত্তর যশোরের উন্নয়নে এগারা দফা বাস্তবায়নের বিকল্প নেই বলে জানান তিনি।
১১ দফা দাবীর পক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল মামুন, উপস্থিত সাংবাদিকবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর ও বৃহত্তর যশোরের উন্নয়নের বিষয়ে কথা বলেন বৃহত্তর যশোর সমিতি, ঢাকা-এর সাবেক সাধারণ সম্পাদক ও সংগঠনের সিনিয়র সহ সভাপতি কাজী রফিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহ-সভাপতি লে.কর্নেল (অব) সৈয়দ হাসান ইকবাল, গাজী সাইফুর রহমান, দৈনিক ভোরের ডাক এর সম্পাদক কে.এম বেলায়েত হোসেন, মোঃ শহীদুল ইসলাম, সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ নাসির উদ্দীন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর পরিচালক মধুসূধন মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুর রহমান শাকিল, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী ভূট্টো, সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান বিপুল প্রমুখ।
বক্তারা বিভিন্ন্ আলোচনায় তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরেন।
দ্য রিপোর্ট/ এএস / ৩রা অক্টোবর,২০২০