এইচএসসি পরীক্ষার সময়সূচি জানা যেতে পারে আজ
দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত করা নিয়ে নানা প্রস্তাবনা যাচাই করে দেখেছে শিক্ষা মন্ত্রণালয়। এমতবস্থা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে, কেন্দ্র সংখ্যা বাড়িয়ে ও সিলেবাস সংকুচিত করে যথাসম্ভব কম সময়ে এইচএসচি পরীক্ষা নেয়ার প্রস্তাবনাও এসেছে মন্ত্রণালয়ে।
এই প্রেক্ষিতে বুধবার জানা যেতে পারে কবে নাগদ অনুষ্ঠিত হতে পারে এইচএসসি পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রে এমনটা জানা যায়।
এর আগে ৩০ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি জানিয়েছিলেন, এইচএসসি পরীক্ষার আগে অন্তত চার সপ্তাহ সময় পাবে পরীক্ষার্থীরা। এসময় পরীক্ষার সব প্রস্তুতি নেয়া আছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
(দ্য রিপোর্ট/আরজেড/০৭ অক্টোবর, ২০২০)