ধর্ষণকারীর ফাঁসি হওয়া উচিত : ইন্দিরা
দ্য রিপোর্ট প্রতিবেদক: ধর্ষকের শাস্তি ফাঁসি হওয়া উচিত। এমনটাই বলছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি কী হওয়া উচিত জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি তো মনে করি ধর্ষণকারী যদি প্রমাণিত হয়, তবে অবশ্যই তার ফাঁসি হওয়া উচিত।’
তিনি বলেন, ‘(ধর্ষণের প্রতিবাদে) যারা রাস্তায় নেমেছে আমি তাদের অভিনন্দন জানাই। তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করি। ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তির জন্য তারা আন্দোলন করছে। কিন্তু এই আন্দোলনের পেছনে যাতে অন্য কোনো উদ্দেশ্য না থাকে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের ৫০ শতাংশ নারী। আমি নারীদের উদ্দেশ্যে বলবো- ধর্ষক, ধর্ষকই। তার কোনো পরিচয় নেই। সামাজিক, রাজনৈতিক কোনোভাবেই তার পরিচয় নেই। যে ধর্ষক সে নিশ্চয়ই কারো না কারো সন্তান। আমি সেই মাকে আহ্বান জানাব, আপনি সেই ধর্ষক পুত্রকে বর্জন করুন।’
‘ধর্ষণকারী নিশ্চয়ই আপনাদের আমাদের কারো না কারো ভাই, সেই ধর্ষণকারী ভাইকে যাতে তারা বর্জন করেন। আমি সমাজের প্রতি আহ্বান জানাব, সমাজ যাতে এই ধর্ষণকারীদের প্রত্যাখ্যান করেন। সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি আমি আহ্বান জানাব ধর্ষণকারীদের যাতে তারা বহিষ্কার করে। তারপরেই আমরা এই নির্যাতন বন্ধ করতে পারব।’
ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, ‘এখানে (ধর্ষণের ক্ষেত্রে) সম্পূর্ণ একটি অসুস্থ মানসিকতা কাজ করে। সেজন্য দরকার সচেতনতা। এখানে সচেতনতা সৃষ্টি করতে হবে।’
(দ্য রিপোর্ট/আরজেড/০৭ অক্টোবর, ২০২০)