দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশব্যাপী ঘটে চলছে একের পর এক ধর্ষণ ও নারী নির্যাতনের ভয়াবহ ঘটনা। নৃশংসতায় একটি ছাড়িয়ে যাচ্ছে অন্যটিকে। একটি ঘটনার রেশ না কাটতেই আরেকটি ঘটনা আতঙ্কের সৃষ্টি করছে। প্রতিবাদে পথে নামছে সাধারণ মানুষ। দাবি উঠছে আইন পরিবর্তনের।

চলমান এসব বিষয় নিয়ে বাংলাদেশের বিনোদন জগতের তারকাদের একটা বড় অংশ নিশ্চুপ। তবে মুখ খুলতে শুরু করেছেন কেউ কেউ। তাদেরই অন্যতম ‘আয়নাবাজি’ খ্যাত তারকা চঞ্চল চৌধুরী। তিনি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে লিঙ্গ কেটে দেয়ার পক্ষে কথা বলেছেন।

নিজের ফেসবুক পেইজে চঞ্চল লিখেছেন, ‘লিঙ্গ তো আর একা ধর্ষণ করতে পারে না, ধর্ষণে প্রলুব্ধ করে মাথার ভেতর বাস করা অমানুষটা। মৃত্যুদণ্ড এদের জন্য যথেষ্ট নয়। প্রকাশ্যে এই অমানুষগুলোর লিঙ্গ শরীর থেকে কেটে আলাদা করে দেয়া হোক। যাতে লিঙ্গের ওপর শয়তান মাথার কোনো অধিকার না থাকে। তাহলেই এই বর্বরতা থেমে যাবে।’

নাটক ও চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় এই অভিনেতা স্পষ্ট জানিয়ে দেন, ‘এমন কঠোর শাস্তি প্রয়োগে মানবাধিকারের কোনো মায়াকান্না আমরা শুনতে চাই না। সেই সাথে আইনের সঠিক এবং কঠিন প্রয়োগ চাই। শাস্তি হোক দৃষ্টান্তমূলক। এর বাইরে কোনো কথা নাই। হোক প্রতিবাদ।’

(দ্য রিপোর্ট/আরজেড/০৭ অক্টোবর, ২০২০)