দ্বিতীয় বিয়ে করছেন শ্যামল মাওলা, পাত্রী মাহা
দ্য রিপোর্ট প্রতিবেদক: শোবিজে আরও একটি বিয়ের খবর। গতকালই বরেন্য অভিনেত্রী শমী কায়সার বিয়ে করেছেন। তার তৃতীয় বিয়ের খবরে চারদিকে মিশ্র প্রতিক্রিয়া। আবার গত বছরের নভেম্বরে বিয়ে করেছেন অভিনেত্রী শার্লিন ফারজানা। সেই খবর তিনি আজ শনিবার স্বীকার করেছেন গণমাধ্যমের কাছে।
এবার জানা গেলো অভিনেতা শ্যামল মাওলা বিয়ে করছেন। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় তার বিয়ে অনুষ্ঠিত হচ্ছে। পাত্রী মাহা শিকদার। তারা দীর্ঘ দিন বন্ধুত্বপুর্ণ সম্পর্কে জড়িত ছিলেন।
জানা গেছে, করোনার কারণে বড় পরিসরে কোনো আয়োজন করছেন না শ্যামল ও মাহা। কেবল পরিবারের সদস্যরাই উপস্থিত থাকছেন তাদের বিয়েতে।
শ্যামল মাওলা গণমাধ্যমের কাছে জানান, কমন বন্ধুদের মাধ্যমে মাহার সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয় থেকে বন্ধুত্ব এবং বিয়ের সিদ্ধান্ত। মাহা শিকদার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়ছেন। এছাড়া ছোট পর্দায় অভিনয় করতেও দেখা গেছে তাকে।
প্রসঙ্গত, ২০০৬ সাল থেকে টিভি নাটকে অভিনয় করছেন শ্যামল মাওলা। সাবলীল অভিনয়ে তিনি বরাবরই প্রশংসিত। এর আগে তিনি বিয়ে করেছিলেন নন্দিতাকে। তিন বছর টিকেছিল সেই সংসার। তাদের একটি সন্তানও রয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/১০ অক্টোবর, ২০২০)