দ্য রিপোর্ট ডেস্ক: থাইল্যান্ডে পর্যটকবাহী বাসে ট্রেনের ধাক্কায় ১৭ জন নিহত হয়েছেন।

রোববার (১১ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এতে আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ৮০ কিলোমিটার পূর্বে চেচেংসাওয়ে রেললাইন অতিক্রম করার সময় একটি ট্রেন পর্যটকবাহী বাসটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় বাসটিতে ৬৫ জন আরোহী ছিল।

জেলা প্রধান কর্মকর্তা প্রাথুং যোগেশ্বাম থাইল্যান্ডের একটি টেলিভিশনকে বলেছেন, দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন।

দুর্ঘটনার সময় ভারী বৃষ্টিপাতের কারণে বাস চালক হয়তো ট্রেনটি দেখতে পায়নি বলেও জানান তিনি।

আহত সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

(দ্য রিপোর্ট/আরজেড/১১ অক্টোবর, ২০২০)