দ্য রিপোর্ট প্রতিবেদক: মূল সার্ভারকে পাশ কাটিয়ে জালিয়াতকারীরা এনআইডি জালিয়াতির চেষ্টা করেছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল বলেন, মূল সার্ভারে কেউ প্রবেশ করতে পারে না। এ সার্ভার খুবই সুরক্ষিত। জালিয়াতি করে যে এনআইডি করছে সেটি কিন্তু মূল সার্ভার থেকে নয়। জালিয়াতকারীরা যেহেতু টেকনিক্যালি সাউন্ড, তারা মূল সার্ভারকে পাশ কাটিয়ে এই চেষ্টা করছে।

এনআইডির ডিজি বলেন, এনআইডি নিয়ে কোনো অন্যায়কে প্রশ্রয় দেইনি, দেবো না। আমরা সাঁড়াশি অভিযান পরিচালনা করেছি। ঢাকার ১৫টি অফিসে অভিযান চালিয়েছি। যারা অপরাধের সঙ্গে জড়িত তাদের শনাক্ত করেছি এবং তদন্ত কমিটি করেছি। তবে যারা অপরাধ করেনি তারা যেন কোনো সমস্যায় না পড়ে সেটিও দেখছি। আর দোষীরা যেন শাস্তি পায় সেজন্য সব ব্যবস্থা নিয়েছি।

তিনি জানান, কোনো কর্মকর্তা যদি অনিয়মে জড়িত হয় তাহলে শুধু চাকরিচ্যুত নয়, মামলাও করা হবে। এনআইডি জালিয়াতিতে জড়িত থাকলে কঠোর শাস্তি দেয়া হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩ অক্টোবর, ২০২০)