তৈরি পোশাকের চালানে ৩৯ হাজার পিস ইয়াবা
দ্য রিপোর্ট প্রতিবেদক: সৌদি আরবে পাচারের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রপ্তানি কার্গো ভিলিজ থেকে প্রায় ৩৯ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
বিমানবন্দরের কাস্টমস ও অ্যাভসেক সদস্যরা নিরাপত্তা স্ক্যানিং করতে গেলে এসব ইয়াবা পায়। তৈরি পোশাকের চালানের কার্টনে করে ইয়াবাগুলো পাচার করা হচ্ছিল।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনটি কার্টনে থাকা এসব ইয়াবা জব্দ করা হয়। এসব ইয়াবার আনুমানিক বাজার মূল্য এক কোটি ১৬ লাখ টাকা।
এ ঘটনায় কাস্টমস ও মাদকদ্রব্য আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার মারুফুর রহমান।
(দ্য রিপোর্ট/আরজেড/১৬ অক্টোবর, ২০২০)