ফেব্রুয়ারিতে দেশে আসছে ৩ কোটি অক্সফোর্ডের ভ্যাকসিন
দ্য রিপোর্ট প্রতিবেদক: আগামী ফেব্রুয়ারির মধ্যে অক্সফোর্ডের আবিষ্কৃত করোনাভাইরাসের ৩ কোটি ভ্যাকসিন বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান। শনিবার বিকেলে কিশোরগঞ্জে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময় সভায় তিনি এ কথা জানান।
স্বাস্থ্য সচিব বলেন, এই টিকার জন্য কয়েকশ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এজন্য সব ধরনের প্রস্তুতিও সরকারের রয়েছে। এর আগে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শেষ দিনে সদর উপজেলা পরিষদ সভাকক্ষে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান স্বাস্থ্য সচিব আবদুল মান্নান।
(দ্য রিপোর্ট/আরজেড/১৭ অক্টোবর, ২০২০)