দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বাংলাদেশের ক্রিকেট যে গতিতে চলছে তাতে ক্রমাগতই নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে। সর্বশেষ সিরিজে নিউজিল্যান্ডকে প্রায় শূন্য হাতে ফিরিয়ে দেয়ার পর আলোচনা হচ্ছে-বদলে যাচ্ছে বাংলাদেশ। যখন এক দারুণ সিরিজ কাটিয়ে সুবাসিত বাংলাদেশ। ঠিক সেই সময়েই দুয়ারে টেস্ট অভিযাত্রার দিনক্ষণ। দেখতে দেখতে ১৩ বছরে পা রেখেছে বাংলাদেশের টেস্ট ইতিহাস। সেই ২০০০ সালে ১০ নভেম্বর শুরু হয়েছিল টেস্ট অভিযাত্রা। এক যুগ পেরুনো বাংলাদেশ যে যুগের অপেক্ষায় ছিল; এখন হাজির ঠিক সেখানেই।বাংলাদেশকে এখন আর বৃষ্টি-আম্পায়ার-কিংবা নেপথ্যের কোনো শক্তির দয়ার দিকে তাকিয়ে থাকতে হয়না। বাংলাদেশ এখন পারে; গণায়ও ধরতে হয় টেস্টের ‘বড়’ ভাইদের।

১৯৯৭ সালে ওয়ানডে স্ট্যাস্টাস প্রাপ্তির পর টেস্টের যাত্রাপথ পা রেখেছিল বাংলাদেশ ২০০০ সালে। ওই দলের সবাই এখন আর খেলছেন না। তবে অনেকেই ক্রিকেটের সঙ্গেই রয়েছেন। সেই সময়ের ক্রিকেটবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশের টেস্ট অভিষেকের মঞ্চে এসেছিলেন।

বাংলাদেশ এখন পর্যন্ত ৮১ টি টেস্ট খেলেছে। জিতেছে ৪টি । আর ড্র করেছে ১০টি ম্যাচে। হেরেছে বাদবাকি ৬৭ টি ম্যাচ। এরমধ্যে জিম্বাবুইয়ের বিরুদ্ধে ২০০৫ সালে প্রথম জয় পাওয়ার পর ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আরও ২টি ও সর্বশেষ চলতি বছর জিম্বাবুইয়ের বিরুদ্ধে টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ। জিম্বাবুইয়ের বিরুদ্ধে ৩টি, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২টি, ভারতের বিরুদ্ধে একটি, শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩টি ম্যাচে। সবচেয়ে বড় ঘটনা; ২০১৩ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২টি ম্যাচে ড্র করা।

১০ নভেম্বর ২০১৩; টেস্ট আঙিনায় বাংলাদেশের ১৩ বছর পূর্তি দিন। ঠিক ১৩ বছর আগে, ১০ নভেম্বর ক্রিকেটের মর‌্যাদার টেস্ট আঙিনায় পা রেখেছিল বাংলাদেশ।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রথম টেস্ট। প্রতিপক্ষ ভারত। বাজেভাবে হারলেও অভিষেক ম্যাচেই আমিনুল ইসলাম সেঞ্চুরি করে রেকর্ডবুকে নাম লিখিয়েছেন। সেই দিন ইতিহাসের সাক্ষী হতে বিপুল ক্রিকেটপ্রেমী স্টেডিয়ামে এসেছিলেন। প্রথম ইনিংসে বাংলাদেশের অনন্য পারফরম্যান্স ক্রিকেটপ্রেমীদের আনন্দের জোয়ারে ঢেউ জাগিয়েছিল। প্রথম ইনিংসে তুলেছিল ৪০০ রান। সেই বাংলাদেশই দ্বিতীয় ইনিংসে মাত্র ৯২ রানে অলআউট হয়েছে।

টেস্ট ক্রিকেটের তপ্ত ভূমিতে পা রাখা বাংলাদেশের পথচলা এখনো থামেনি। বাড়ছে অভিজ্ঞতা। পরিণত হচ্ছেন ক্রিকেটাররা। সাকিব-তামিম-মুশফিকদের আসনের দিকে চোখ রাখছেন সোহাগ গাজী-মমিনুলরা। বদলে যাওয়া বাংলাদেশকে নিয়ে সম্ভাবনার আলোর বাতিঘর দেখছেন টেস্টের প্রথম অধিনায়ক ও বর্তমান বিসিবির পরিচালক নাঈমুর রহমান দুর্জয়। বলেছেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দল অনেক এগিয়েছে। এমনই এগিয়ে গেছে যে দেখতে অনেক ভালো লাগছে। দলে এখন ৬-৭ জন পারফরমার। দল যে এগিয়ে যাচ্ছে তা নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজেই বোঝা গেছে।’

(দিরিপোর্ট২৪/এএস/সিজি/নভেম্বর ১০, ২০১৩)