নির্বাচনে হারলে দেশ ছাড়তে হতে পারেঃ ট্রাম্প
দ্য রিপোর্ট ডেস্ক: যুক্তরাষ্ট্রে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। আর এটিই কাল হয়ে দাঁড়িয়েছে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য। জনমত জরিপ অনেকখানি পিছিয়ে পড়েছেন তিনি। তাই বিভিন্ন অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় গিয়ে এ নিয়ে আর তেমন মুখ খুলছেন না ট্রাম্প। বরং বিপক্ষ শক্তি ক্ষমতায় গেলে আমেরিকার কী হবে সে কথা প্রচারেই বেশি ব্যস্ত তিনি।
ফ্লোরিডা আর জর্জিয়ায় প্রচারে গিয়ে ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সবথেকে খারাপ বিপক্ষের বিরুদ্ধে লড়ছি আমি। তাই বাড়তি চাপ তৈরি হচ্ছে। ভাবতে পারছেন, আমি হারলে কী হবে?’ এখানেই থামলেন না তিনি। বললেন, ‘আমি কী করব? এ রকম ভালো আর থাকব না। হয়তো আমায় দেশ ছাড়তে হবে। আমি জানি না।’
ফ্লোরিডায় ওকালায় গিয়ে ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটরা আসলে আমেরিকাকে ‘কমিউনিস্ট দেশে পরিণত করতে চাইছে।’ সেই সঙ্গে লাতিন আমেরিকা থেকে আসা উদ্বাস্তুদের দিকেও আঙুল তুললেন, বললেন, ডেমোক্র্যাটরা দেশে ‘বেআইনি ভিনদেশি, মাদক, অপরাধে ভরিয়ে তুলবে।’
(দ্য রিপোর্ট/আরজেড/১৯ অক্টোবর, ২০২০)