ভীম রূপে তাক লাগিয়ে দিলেন জুনিয়র এনটিআর!
দ্য রিপোর্ট ডেস্ক: দক্ষিণী সিনেমার দুই সুপারস্টার রাম চরণ ও জুনিয়র এনটিআর। দর্শকদের কাছে তুমুল জনপ্রিয় এই তারকাদ্বয় একসঙ্গে হাজির হচ্ছেন একটি সিনেমায়। নাম ‘আরআরআর’ বা ‘রুদ্রম রণম রুধিরাম’। নির্মাণ করেছেন ‘বাহুবলী’ খ্যাত মাস্টার ডিরেক্টর এস এস রাজামৌলি।
ট্রিপল আর সিনেমার একটি টিজার প্রকাশ করা হয়েছে আজ। এতে কোমারাম ভীম রূপে দেখা দিয়েছেন জুনিয়র এনটিআর। আর এই রূপে তিনি রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন। প্রকাশের পর টিজারটি নিয়ে আলোচনার ঝড় বইছে। সিনেমাটির মেকিং ও এতে তারকাদের ডেডিকেশন কতটা উচ্চ পর্যায়ের, তা টিজারেই বোঝা যাচ্ছে।
এর আগে চলতি বছরের মার্চে রাম চরণের জন্মদিন উপলক্ষে সিনেমাটির আরেকটি টিজার প্রকাশ করা হয়েছিল। সেখানে আলুরি সীতারামা রাজু রূপে দেখা দিয়েছিলেন রাম চরণ।
উল্লেখ্য, ট্রিপল আর সিনেমাটি নির্মিত হয়েছে কোমারাম ভীম ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে। ৩০০ কোটি রুপির বিশাল বাজেটে নির্মিত হয়েছে এই সিনেমা। এই সিনেমার বিভিন্ন চরিত্রে আরও আছেন অজয় দেবগন, আলিয়া ভাট, রে স্টেভেনসন ও অ্যালিসন ডুডি প্রমুখ।
(দ্য রিপোর্ট/আরজেড/২৩ অক্টোবর, ২০২০)