আজ ডিআরইউর রজতজয়ন্তী উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা রিপোর্টার্স ইউনিটির ২৫ বছরপূর্তি উপলক্ষে আজ রোববার শুরু হচ্ছে চার দিনব্যাপী রজতজয়ন্তী উৎসব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় অনলাইনে এ উৎসবের উদ্বোধন করবেন। উৎসব অনুষ্ঠিত হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে।
এ ছাড়া ২৯ ও ৩০ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজন করা হয়েছে রজতজয়ন্তীর দ্বিতীয় পর্ব। এ পর্বে ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ প্রদান, সদস্য লেখকদের বই প্রদর্শনী, প্রয়াত সদস্যদের স্মরণে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, প্রতিষ্ঠাতা ও কার্যনির্বাহী কমিটির সাবেক নেতাদের সম্মাননা প্রদান এবং নানা ইভেন্টে খেলাধুলা অনুষ্ঠিত হবে। তৃতীয় ও শেষ ধাপে ৩১ অক্টোবর রাজধানীর শিল্পকলা একাডেমিতে সদস্য ও তাদের পরিবারের সদস্যদের মিলনমেলার আয়োজন করা হয়েছে।
এসব কর্মসূচিতে সদস্যদের উপস্থিত থাকার জন্য ডিআরইউর পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী।
(দ্য রিপোর্ট/আরজেড/২৫ অক্টোবর, ২০২০)