কর্মীকে গাড়ি উপহার দিলেন জ্যাকলিন
দ্য রিপোর্ট ডেস্ক: আবারও মহানুভবতার পরিচয় দিলেন জ্যাকলিন ফার্নান্দেজ। নিজের টিমের এক কর্মীকে গাড়ি উপহার দিয়েছেন তিনি। দুর্গাপূজা উপলক্ষেই কর্মীকে এই সারপ্রাইজ গিফট দিলেন তিনি।
জানা গেছে, জ্যাকলিনের ক্যারিয়ারের শুরু থেকেই এই কর্মী তার সঙ্গে আছেন। সোমবার (২৬ অক্টোবর) শুটিং করছিলেন জ্যাকলিন। সেটে ছিলেন সেই কর্মীও। হঠাৎ শুটিং সেটে একটি গাড়ি আসে। আর সবাইকে অনেকটা চমকে দিয়ে কর্মীর হাতে গাড়ির চাবি তুলে দেন জ্যাকলিন। আচমকা একটি গাড়ি উপহার পেয়ে প্রায় বিস্মিত হয়ে গেছেন ওই কর্মী।
জ্যাকলিনের গাড়ি উপহার দেওয়ার ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। সবাই তাকে বাহবা দিচ্ছেন।
এবারই প্রথম নয়, এর আগেও জ্যাকলিন তার এক মেকআপ আর্টিস্টকে গাড়ি উপহার দিয়েছিলেন।
এদিকে করোনা মহামারি কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলিউড। অনেকেই ইতোমধ্যে শুটিং শুরু করে দিয়েছেন। গত সপ্তাহে জ্যাকলিনও পুনরায় শুটিংয়ে ফিরেছেন। কিন্তু শুটিং শুরুর দু’দিন পরই তাদের ইউনিটের দু’জন ক্রু করোনায় আক্রান্ত হয়েছেন। এরপর অবশ্য জ্যাকলিনেরও করোনা টেস্ট করা হয়। তবে তার ফলাফল নেগেটিভ এসেছে।
(দ্য রিপোর্ট/আরজেড/২৭ অক্টোবর, ২০২০)