দ্য রিপোর্ট ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে এবার আক্রান্ত হলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বিশ্ব ফুটবল পরিচালনা সংস্থা।

৫০ বছর বয়সী ইনফান্তিনোর হালকা উপসর্গ দেখা গেছে। স্বেচ্ছায় আইসোলেশনে গেছেন তিনি। ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন বিশ্ব ফুটবল সংস্থার প্রধান।

ইনফান্তিনোর দ্রুত সুস্থতা কামনা করে ফিফা বিবৃতি দিয়েছে। একই সঙ্গে ফিফা প্রেসিডেন্টের সংস্পর্শে যাওয়া প্রত্যেককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

ফিফা জানিয়েছে, ‘গত কয়েকদিন ধরে ফিফা প্রেসিডেন্টের সংস্পর্শে যারা এসেছিলেন, তাদের প্রত্যেককে বিষয়টি জানানো হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হলো তাদের। প্রেসিডেন্ট ইনফান্তিনোর দ্রুত সুস্থতা কামনা করছে ফিফা।’

দুর্নীতির কারণে ২০১৫ সালের শেষ দিকে তখনকার প্রেসিডেন্ট সেপ ব্লাটারকে ফিফার নৈতিকতা কমিটি বরখাস্ত করে। পরের বছর ফেব্রুয়ারিতে ফিফার এক্সট্রাঅর্ডিনারি কংগ্রেসে সভাপতি নির্বাচিত হন ইনফান্তিনো। গত বছর জুনে দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হন এই সুইস কর্মকর্তা।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭ অক্টোবর, ২০২০)