বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো সাড়ে ৪ কোটি
দ্য রিপোর্ট ডেস্ক: বিশ্ব করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়ালো সাড়ে ৪ কোটি।
জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী শনিবার (৩১ অক্টোবর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৪ কোটি ৫৪ লাখ ৭৭ হাজার ৫৫২ জন। বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১১ লাখ ৮৭ হাজার ২৩ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৯৫ লাখ ৯৪ হাজার ৩৬২ জন।
এছাড়া সর্বোচ্চ মৃত্যু এবং সংক্রমণের রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রে। শুক্রবার (৩০ অক্টোবর) দেশটিতে কোভিড শনাক্ত হয় প্রায় এক লাখ। মৃতের সংখ্যা হাজারের কাছাকাছি। দ্বিতীয় সর্বোচ্চ সাড়ে পাঁচশ মৃত্যু হয়েছে ভারতে। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ছাড়ালো এক লাখ ২২ হাজারের মতো।
(দ্য রিপোর্ট/আরজেড/৩১ অক্টোবর, ২০২০)