দ্য রিপোর্ট প্রতিবেদক: নির্দিষ্ট সময়ের মধ্যেও এককভাবে ন্যূনতম ২ শতাংশ ও সম্মিলিতভাবে ৩০ শতাংশ  শেয়ার ধারণে ব্যর্থ হওয়া, পুজিঁবাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের নির্ধারিত শেয়ার ধারণে আরও ৩০ কার্যদিবস সময়  দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্র বিষয়টি নিশ্চিত করছে।

জানা যায়, তাদের অনুরোধে আগামীডিসেম্বরপর্যন্তসময়বাড়ানো হয়েছে। এরপর আর কোন সময় দেওয়া হবেনা উল্লেখ করে সূত্রটি বলেছে, এরপরও কেউ শেয়ার ধারণে ব্যর্থ হলে সিকিউরিটিজআইনঅনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বিএসইসি।

এর আগে গত ২৯ আগষ্ট ৪৪ টি কোম্পানির পরিচালকদেরকে নির্ধারিত শেয়ার ধারণের জন্য ৬০ দিনের আল্টিমেটাম দেয় বিএসইসি। যা গত ২৭ অক্টোবর শেষ হয়। এ সময়ের মধ্যেও যারা শেয়ার ধারণে ব্যর্থ হয়েছেন তাদের অনুরোধেই এ সময় বাড়ানো হলো।

গত ২৯ অক্টোবর ব্যর্থ কোম্পানিগুলোর উদ্যেক্তা ও পরিচালকদেরকে এ বিষয়ে চিঠি দিয়েছে বিএসইসি। চিঠি ইস্যুর দিন থেকেই ৩০ কার্যদিবসের মেয়াদ শুরু হবে।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, নির্ধারিত শেয়ার ধারণে ব্যর্থ কোম্পানিগুলোর আবেদনের প্রেক্ষিতে আরও ৩০ কার্যদিবস সময় বাড়া‌নোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করে তালিকাভুক্ত কোম্পানির প্রত্যেক পরিচালককে ন্যূনতম ২ শতাংশ ও সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ বাধ্যতামূলক করে ২০১১ সালের ২২ ডিসেম্বর তত্কালীন কমিশন নির্দেশনা জারি করে। পরবর্তীতে এ সিদ্ধান্তের বিরুদ্ধে কয়েকটি কোম্পানি আদালতের শরণাপন্ন হলে আদালত বিএসইসির পক্ষেই রায় দেয়।

দ্য রিপোর্ট/এএস/১লা সেপ্টেম্বর,২০২০