দ্য রিপোর্ট প্রতিবেদক:  সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের  পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।  এদিন  ব্যাংক এবং আর্থিক খাতের ক্রয় প্রেসারে  লেনদেনের শুরু থেকেই বাড়তে থাকে সূচক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

দিন শেষে ডিএসইর মুল সূচক আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯১৮ পয়েন্টে। অন্যদিকে, ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১১১২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১ পয়েন্ট কমে ১৬৯৮ পয়েন্টে অবস্থান করছে। দিনভর লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির। দিনশেষে লেনদেন হয়েছে ৮৯২ কোটি ৩৪ লাখ ৯২ হাজার টাকা যা গতকালের চেয়ে১০৬ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার টাকা বেশি।

অন্যদিকে,সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৪৬১ পয়েন্টে। এদিন লেনদেন হওয়া ২৬০টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির। লেনদেন হয়েছে ৫০ কোটি ৫০ লাখ ৫৫৫ হাজার টাকা।

দ্য রিপোর্ট/এএস/২রা নভেম্বর,২০২০