দ্য রিপোর্ট ডেস্ক: দেশটির যুবকল্যাণ ও জনজাতি উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনের মন্ত্রীসভায় এবার যুক্ত হলেন এক ভারতীয়৷ দেশটির যুবকল্যাণ ও জনজাতি উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন। নিউজিল্যান্ড লেবার পার্টির তিনি একজন জনপ্রিয় মুখ ৷ ২০০৬ সাল থেকে নিউজিল্যান্ড লেবার পার্টির সদস্য হন তিনি। ২০১৭ সালে সাংসদ হিসেবে নির্বাচিত হন প্রিয়াঙ্কা ৷ আর এবার চলে এলেন আর্ডেনের মন্ত্রীসভায় ৷

৪১ বছরের প্রিয়াঙ্কার জন্ম ভারতের চেন্নাইয়ে ৷ তবে তার পরিবার থাকে কেরালায়৷ প্রিয়াংকার পড়াশোনা ও বেড়ে ওঠা সিঙ্গাপুরে ৷ স্নাতকোত্তর ডিগ্রি নিতে তিনি নিউজিল্যান্ডে যান ৷ সেখানে সক্রিয় রাজনীতিতেও ঢুকে পড়েন ৷ বেশ অনেক বছরই হল নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের স্থায়ী বাসিন্দা তিনি ৷ প্রিয়াঙ্কার স্বামী রিচার্ডসন নিউজিল্যান্ডেরই নাগরিক ৷ তিনি একটি আইটি ফার্মে কর্মরত ৷ এবং বর্তমানে যোগ দিয়েছেন প্রিয়াঙ্কার দল লেবার পার্টিতেই ৷

(দ্য রিপোর্ট/আরজেড/০৩নভেম্বর , ২০২০)