দ্য রিপোর্ট ডেস্ক: যুক্তরাষ্ট্র এখনো বিশ্বের রাজনীতি ও অর্থনীতির ভরকেন্দ্র। দেশটির নির্বাচনের দিকে তাই পুরো বিশ্বেরই নজর থাকে। এবারও স্বাভাবিকভাবে এই নির্বাচনের দিকে তাকিয়ে আছেন সবাই। ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যকার হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত কে বিজয়ী হন, তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন বিশ্বনেতারা। এই উদ্বেগে আরও জ্বালানি দিচ্ছে ফল নিয়ে তৈরি হওয়া সংশয়।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন টাইমজোন অনুযায়ী রাত ৮টায় ভোটগ্রহণ শেষ হবে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নাকি ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন; কে হচ্ছেন প্রেসিডেন্ট তা জানতে ভোট শেষ হওয়ার পর কয়েকদিন অপেক্ষা করতে হতে পারে। এমনকি কয়েক সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

করোনার কারণে ১০ কোটির বেশি আগাম ভোট পড়েছে। আগাম ভোটের কারণেই এমন পরিস্থিতি। সব ভোট গণনা শেষ হতে অনেক দেরি হতে পারে বলে মনে করা হচ্ছে। এ ছাড়া বিভিন্ন অঙ্গরাজ্যের আলাদা সময়ে ভোটগ্রহণ শেষ ও গণনা করার নিয়মও কাজ করছে এ ক্ষেত্রে।

রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ভোট গণনার কাজে অনেক সময় লেগে যেতে পারে। সাধারণত নির্বাচনের রাতে সব ভোট গণনা শেষ না হলেও কে বিজয়ী হতে যাচ্ছেন, সে সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। কিন্তু এবার তার ব্যতিক্রম হতে পারে। কারণ এবারের মার্কিন নির্বাচন নজিরবিহীন।

আর বেশি ভোট পাওয়া মানেই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া নয়। জিততে হয় ইলেকটোরাল কলেজে। জনসংখ্যার বিচারে প্রতিটি রাজ্যের জন্য নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেয়ার যোগ্য বলে নির্বাচিত হন। কমপক্ষে ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে হয়।

২০১৬ সালে নির্বাচনের রাতেই ডোনাল্ড ট্রাম্প বিজয়ী বলে জানা গিয়েছিল। কারণ উইসকনসিন অঙ্গরাজ্যের ভোট মিলে তার ২৭০ ইলেকটোরাল ভোট নিশ্চিত হয়ে যায়। কিন্তু এবার তা হবে না বলেই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এ নিয়ে তৈরি হতে পারে জটিলতা। এমনকি আইনি লড়াইও।

করোনাভাইরাস মহামারির কারণে এ বছর অনেক বেশি মানুষ ডাকে অথবা ব্যক্তিগতভাবে আগাম ভোট দিয়েছেন। ডাকে পাওয়া ভোট গণনা করতে সাধারণত বেশি সময় লাগে। কারণ সেগুলোর স্বাক্ষর, ঠিকানাসহ নানা যাচাই-বাছাই করতে অনেক ধাপ পার করতে হয়।

ফ্লোরিডা ও ওহাইওর মতো কয়েকটি রাজ্য এসব প্রক্রিয়া নির্বাচনের সপ্তাহ খানেক আগে থেকে শুরু করে; যাতে ভোটগুলো গণনার কাজ শেষ হয়ে যায়। এসব রাজ্যে নির্বাচনের রাতেই বিজয়ীর নাম ঘোষণা করা সম্ভব হতে পারে, যদিও সেটা নির্ভর করে প্রতিদ্বন্দ্বিতা কতটা জোরালো হয়, তার ওপরে।

কিন্তু পেনসিলভানিয়া ও উইসকনসিনের মতো অনেক রাজ্যে নির্বাচনের দিনের আগে আগাম ভোটের গণনা করা হয় না। এসব রাজ্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ভোট গণনা শেষ হতে কয়েকদিন পর্যন্ত লেগে যেতে পারে।

এই রাজ্যগুলোর প্রাথমিক ফলে এগিয়ে থাকতে পারেন রিপাবলিকান ট্রাম্প। বেশিরভাগ রিপাবলিকান সমর্থক নির্বাচনের দিন ভোট দেবেন বলে ধারণা। ফলে এসব ভোট দ্রুত গণনা করা সম্ভব।

এদিকে যেসব রাজ্য আগেই আগাম ভোট গণনা সম্পন্ন করেছে কিংবা নির্বাচনের রাতে গণনা শেষ হবে সেসব রাজ্যের প্রাথমিক ফলাফল জো বাইডেনের পক্ষে যেতে পারে। কারণ যারা আগাম ভোট দিয়েছেন তাদের বেশিরভাগই নিবন্ধিত ডেমোক্র্যাট ভোটার।

তাই নির্বাচনী কর্মকর্তারা সতর্ক করেছেন, আগাম ফলাফলে পুরো চিত্রটি নাও বেরিয়ে আসতে পারে। মহামারির কারণে এ বছর আগাম ভোট পড়েছে বেশি। ২০১৬ সালের নির্বাচনের তুলনায় এবার ডাকযোগে দ্বিগুণ ভোট পড়েছে বলেই ধারণা। ভোট গণনা ও ফল প্রকাশে প্রতিটি অঙ্গরাজ্যেই আছে আলাদা প্রক্রিয়া।

নয়টি অঙ্গরাজ্যের ভোট গ্রহণের শেষ সময় ও গণনার সময় ভিন্ন। সেসব এখানে এগুলো তুলে ধরা হল-

ফ্লোরিডা : এ রাজ্যে ২৪ সেপ্টেম্বর থেকে নির্বাচন পূর্ব বা আগাম ভোট গ্রহণ শুরু হয়। এসব ভোটের গণনা শুরু হয় নির্বাচনের দিন। ডাকযোগে নির্বাচনের দিন পর্যন্ত ভোট দেয়া যায়। এ দিন রাত ৮টায় ভোটগ্রহণ শেষ হয়। প্রথমে আগাম ভোট গণনা করা হয়। এখানে নির্বাচনের রাতেই ভোট গণনা শেষ করা হয়।

জর্জিয়া : এখানে ১৯ অক্টোবর থেকে আগাম ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনের দিন সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। একই দিন আগাম ব্যালট গণনা করা হয়। এই রাজ্যটিতে আগামী ৪ নভেম্বর পর্যন্ত ডাকে ভোট দেয়ার সুযোগ রাখা হয়েছে।

টেক্সাস : এ অঙ্গরাজ্যের বড় বড় শহরে ২২ অক্টোবর ভোটগ্রহণ শুরু হয়। ৩০ অক্টোবর থেকে আগাম ভোট গণনা শুরু হয়েছে। ডাকে ব্যালট পৌঁছানোর শেষ দিন ৪ নভেম্বর। অন্যদিকে ছোট ছোট শহরে ৩০ অক্টোবর থেকে ডাকে ভোটগ্রহণ শুরু হয়। এগুলোর গণনা নির্বাচনের দিন করা হয়।

নর্থ ক্যারোলাইনা : নর্থ ক্যারোলাইনায় নির্বাচন পূর্ব ভোটের প্রক্রিয়া ২৯ সেপ্টেম্বর শুরু হয়। নির্বাচনের দিন গণনা করা হয়। ভোটগ্রহণ বন্ধ হয় একই দিন সন্ধ্যায়। এই রাজ্যটি ব্যাটলগ্রাউন্ড বা দোদুল্যমান রাজ্যের তকমা পেয়েছে। ফলে এখানের ফলাফল জয়-পরাজয় নির্ধারণে ভূমিকা রাখবে।

পেনসিলভানিয়া : যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য এটি। এখানে ডাকে ব্যালট পৌঁছানোর শেষ দিন ৬ নভেম্বর। নির্বাচনের দিন রাত ৮টায় ভোটগ্রহণ শেষ হবে। এখানকার অনেক শহরে নির্বাচনের দিন ডাকে পাঠানো ব্যালট গণনা করা হয় না।

ওহাইও : এ অঙ্গরাজ্যে নির্বাচন পূর্ব ভোটের প্রক্রিয়া ৬ অক্টোবর শুরু হয়। নির্বাচনের দিন ভোট গণনা করা হয়। এখানকার অনেক শহরে আগাম ভোট আগেই প্রকাশ করা হয়। আর নির্বাচনের দিন ওই দিন দেয়া ভোটের গণনা করা হয়।

অ্যারিজোনা : এ অঙ্গরাজ্যে নির্বাচন পূর্ব ভোটগ্রহণ ২০ অক্টোবর শুরু হয়। নির্বাচনের দিন রাত ৯টায় ভোটগ্রহণ শেষ হয়। এখানে প্রথমে আগাম ভোটের ফল প্রকাশ করা হয়। পাশাপাশি ভোটগ্রহণ শেষ হওয়ার ১ ঘণ্টা পর ওইদিনের ভোট গণনা শুরু হয়।

উইসকনসিন : এটিও একটি ব্যাটলগ্রাউন্ড রাজ্য। গতবার ট্রাম্প এ রাজ্যে জয় পেলেও এবার বাইডেনের জয়ের আভাস পাওয়া যাচ্ছে। এ অঙ্গরাজ্যে নির্বাচনের দিন রাত ৯টা পর্যন্ত ভোট কেন্দ্র খোলা থাকে। নির্বাচনের দিন সব ধরনের ভোট গণনা শুরু হয় এবং পরের দিন শেষ হয়।

মিশিগান : এটিও ব্যাটলগ্রাউন্ড। তবে বাইডেন এগিয়ে আছেন। এ অঙ্গরাজ্যের কিছু বড় শহরে ২ নভেম্বর থেকে ভোট গ্রহণের কার্যক্রম শুরু হয়। তবে সারা দেশে নির্বাচনের দিনও ভোট গ্রহণ ও গণনা করা হয়। এদিন রাত ৯টা পর্যন্ত ভোট কেন্দ্র খোলা থাকে। ৬ নভেম্বরের মধ্যে ভোট গণনা শেষ করা হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন যখন অনুষ্ঠিত হচ্ছে, তখন বিশ্বের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টদের মধ্যে এক ধরনের উদ্বেগ কাজ করছে।

এবারের নির্বাচনে জোর লড়াই হচ্ছে। আর এ কারণেই চূড়ান্ত ফল ঘোষণার আগে দুই প্রার্থীর কাউকে অভিনন্দন জানানোটা কঠিন হয়ে পড়বে।

বিশ্লেষকেরা বলছেন, গেলবারের মতো এবারও হয়তো মোট ভোটে একজন এগিয়ে থাকলেও অন্য কেউ ইলেকটোরাল ভোটের জোরে প্রেসিডেন্ট হয়ে যেতে পারেন। নির্বাচনের ফল ঘোষণা নিয়ে কোনো অনিশ্চয়তা না থাকায় গেলবার এ নিয়ে তেমন গোল বাঁধেনি। কিন্তু এবার জটিলতা হওয়ার আশঙ্কা প্রবল।

এই শঙ্কার কেন্দ্রে রয়েছে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন বক্তব্য। নির্বাচনী প্রচারের একেবারে শুরু থেকেই তিনি ডাকযোগে ভোটে জালিয়াতি হবে বলে দাবি করে আসছেন। অথচ করোনা পরিস্থিতির কারণে এবার সর্বোচ্চসংখ্যক ডাকযোগে ভোট পড়েছে। এই ডাকযোগে ভোটের ফল আবার সব অঙ্গরাজ্য একসঙ্গে ঘোষণা করবে না। কোনো কোনোটিতে এর ফল আসতে সপ্তাহ গড়াতে পারে।

এই পরিস্থিতিতে বিশ্বনেতারা রীতিমতো সংশয়ে রয়েছেন। উত্তর ইউরোপীয় এক নেতার পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা রয়টার্সকে বলেছেন, ‘এত গুরুত্বপূর্ণ এক মিত্র দেশের নবনির্বাচিত প্রেসিডেন্টকে আপনি দ্রুততার সঙ্গে অভিনন্দন জানাতে চাইবেন। কিন্তু এবার এটি ভীষণ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আপনি ভুল করতে পারবেন না। ফলে দ্রুত বার্তা পাঠানো সম্ভব হবে না। নির্বাচনের দিন পার হওয়ার পরও আমাদের হয়তো অপেক্ষা করতে হবে।’

এবারের নির্বাচনের পরিস্থিতি অনেকটা ২০০০ সালের নির্বাচনের মতো। সেবার যুক্তরাষ্ট্রের কিছু টিভি চ্যানেলে জর্জ ডব্লিউ বুশকে বিজয়ী বলে প্রচার করার পরপর জার্মানি ও ফ্রান্সের প্রেসিডেন্ট, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী এবং দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও জাপানের ক্ষমতাসীন দলের নেতারা জর্জ বুশকে অভিনন্দন জানান। কিন্তু এরও পাঁচ সপ্তাহ পর সুপ্রিম কোর্ট ওই নির্বাচনের বিজয়ী ঘোষণা করে। রায়ে জর্জ বুশকেই বিজয়ী ঘোষণা করা হয়। কিন্তু তত দিনে অনেকেই তাঁদের অভিনন্দন বার্তা ফিরিয়ে নেন। অনেকে নীরব থাকার কৌশল নেন।

যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনেও জটিলতা হয়েছিল। হিলারি ক্লিনটন মোট ভোট বেশি পেলেও ইলেকটোরাল ভোট বেশি পাওয়ায় নির্বাচনে বিজয়ী হন ডোনাল্ড ট্রাম্প। এবারও তেমন কিছু হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। ফলে বিশ্বনেতাদের পক্ষে সাবধানী না হয়ে আর উপায় নেই।

ইউরোপীয় কমিশনের সাবেক প্রেসিডেন্ট জ্যঁ-ক্লদ জুয়েঙ্কা জার্মানির এআরডি-টিভিকে বলেন, অভিনন্দন বার্তা পাঠানোর ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না। এ ক্ষেত্রে সাবধানতার কোনো বিকল্প নেই।

এ বিষয়ে ইউরোপের আরেকটি দেশের শীর্ষ নেতার প্রধান উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, বর্তমান পরিস্থিতি খুবই জটিল ও সংবেদনশীল। নির্বাচনের সুস্পষ্ট ফল আসতে হবে। একই সঙ্গে উভয় প্রার্থীর ফল মেনে নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ এবার উভয়েই নিজেদের বিজয়ী দাবি করতে পারেন।

তিনি বলেন, ‘ধরুন বাইডেন জিতলেন, আপনি তাঁকে অভিনন্দন জানান; সমস্যা নেই। কিন্তু ভুলেও ট্রাম্পকে সমবেদনা জানাতে যাবেন না। কারণ, নিয়ম অনুযায়ী তিনি আগামী বছরের ২০ জানুয়ারি পর্যন্ত প্রেসিডেন্ট আছেন।’

প্রতিবেশী কানাডা স্বাভাবিকভাবেই এই নির্বাচনের দিকে কড়া নজর রাখছে। অটোয়ার একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, সুস্পষ্ট ফল আসা পর্যন্ত তারা অপেক্ষা করবে। পরিস্থিতি কেমন হবে তা সম্পর্কে নিশ্চিত না হলেও কোনো একজন প্রার্থীকে শেষ পর্যন্ত ছাড় দিতে হতে পারে। কিন্তু যদি কেউ ছাড় না দেয়, তাহলে নিজেদের করণীয় নিয়ে খুবই সতর্ক থাকতে হবে। সূত্রটি জানায়, ‘আমরা যত দিন প্রয়োজন, তত দিন পর্যবেক্ষণ করব।’

এ বছর কী পার্থক্য?

করোনার কারণে এ বছর অনেক বেশি মানুষ ডাকযোগে অথবা ব্যক্তিগতভাবে আগাম ভোট দিয়েছেন। ডাকে পাওয়া ভোট গণনা করতে সাধারণত বেশি সময় লাগে। কারণ সেগুলোর স্বাক্ষর, ঠিকানাসহ নানা যাচাই বাছাই করতে অনেকগুলো ধাপ পার হয়ে যেতে হয়।

ফ্লোরিডা এবং ওহাইয়োর মতো কয়েকটি রাজ্য এসব প্রক্রিয়া নির্বাচনের সপ্তাহ খানেক আগে থেকে শুরু করে, যাতে ভোটগুলো গণনার কাজ শেষ হয়ে যায়।

এসব রাজ্যে নির্বাচনের রাতেই বিজয়ীর নাম ঘোষণা করা সম্ভব হতে পারে, যদিও সেটা নির্ভর করে প্রতিদ্বন্দ্বিতা কতটা জোরালো হয়, তার ওপরে।

কিন্তু পেনসিলভানিয়া এবং উইসকনসিনের মতো অনেক রাজ্যে নির্বাচনের দিনের আগে আগাম ভোটের গণনা করা হয় না। এসব রাজ্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সেখানে ভোট গণনা শেষ হতে কয়েকদিন পর্যন্ত লেগে যেতে পারে।

সময় লাগার আরো কারণ আছে

‘ইলেকশন ডে’ তেসরা নভেম্বর হলেও এর পরের কয়েকদিন পর্যন্ত অধিকাংশ অঙ্গরাজ্য পোস্টাল ব্যালট গ্রহণ করবে। তবে সেসব ব্যালটে অবশ্যই তেসরা নভেম্বরের সিল থাকতে হবে।

সুতরাং নির্বাচনের বেশ কয়েকদিন পর পর্যন্ত ভোট আসতে পারে এবং গণনা চলতে থাকবে।

আবার প্রভিশনাল ব্যালট বেড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। অর্থাৎ অনেকে হয়তো পোস্টাল ব্যালট চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে ভোট কেন্দ্রে হাজির হয়ে ভোট দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এসব ভোট তাৎক্ষণিকভাবে গণনায় আসবে না। কারণ এসব ভোট যাচাই-বাছাই করতে হবে। কেউ দুইবার ভোট দেননি - এ বিষয়টি নিশ্চিত হতে হবে।

ভোট কীভাবে গণনা করা হয়?

বেশিরভাগ ভোট- কাগজেই হোক বা ডিজিটাল- যন্ত্রের মাধ্যমে গণনা করা হয়। তবে কোন কাগজের ব্যালট পরীক্ষা করতে যন্ত্র ব্যর্থ হলে নির্বাচনী কর্মীদের সেগুলো পরীক্ষা করে দেখতে হয়।

ভোট গ্রহণ শেষ হওয়ার পর ভোটের সকল তথ্য কেন্দ্রীয় নির্বাচনী দপ্তরে চলে যায়। সাধারণত সেটা সিটি হল বা এরকম কোন স্থান হয়ে থাকে।

অনেক স্থানে এটা ইলেকট্রনিক্যালি হয়ে থাকে। তবে বেশিরভাগ স্থানে মেমোরি ডিভাইসের মাধ্যমে ভোটের তথ্য স্থানান্তর করা হয় অথবা টেলিফোনে পড়ে শোনানো হয়।

ফলাফল নিয়ে বিতর্ক দেখা দিলে যা হবে

করোনাভাইরাস মহামারীর জের ধরে এই নির্বাচনকে ঘিরে এর মধ্যেই ৪৪টি অঙ্গরাজ্যে ৩০০টির বেশি আইনি মামলা হয়েছে।

আর প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের পর ডাক যোগে দেয়া ভোটের পরিচয় শনাক্ত থেকে শুরু করে, কোভিডের কারণে নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন- সব কিছু নিয়েই আইনি চ্যালেঞ্জ হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যেই বলেছেন যে, শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল চূড়ান্ত হতে পারে সুপ্রিম কোর্টে।

২০০০ সালে জর্জ ডব্লিউ বুশ এবং আল গোরের মধ্যে ভোটাভুটি হওয়ার পর ডেমোক্র্যাট আল গোর পেয়েছিলেন ২৬৭ ইলেকটোরাল ভোট আর রিপাবলিকান বুশ পেয়েছিলেন ২৪৬ভোট।

শুধুমাত্র ফ্লোরিডা অঙ্গরাজ্যের ২৫টি ভোট বাকি ছিল। সেখানে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান এতো কম ছিল, যে সপ্তাহের পর সপ্তাহ জুড়ে ভোট গণনা চলছিল। অবশেষে সুপ্রিম কোর্টের রায়ে সেটির ফয়সালা হয়। জর্জ ডব্লিউ বুশ প্রেসিডেন্ট নির্বাচিত হন।

এদিকে বরাবরই নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বীরা নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দলে টানেন। আমেরিকার প্রধান দুই দল রিপাবলিকান (ডোনাল্ড ট্রাম্প) ও ডেমোক্র্যাটিক (জো বাইডেন) প্রার্থীরাও নানান প্রতিশ্রুতি দিয়েছেন। আটটি গুরুত্বপূর্ণ ইস্যুতে তারা ভিন্ন ভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন বা নির্বাচিত হলে কী কৌশল গ্রহণ করবেন তা তুলে ধরেছেন।

দুই প্রার্থীর প্রতিশ্রুতিতে দেখা গেছে বিস্তর ফারাক। কোনও কোনও ইস্যুতে দুই প্রার্থী রয়েছেন একেবারে বিপরীত অবস্থানে। বিবিসি’র বিশ্লেষণে উঠে এসেছে সেই চিত্র:

বৈদেশিক নীতি

ট্রাম্প আবারও বিদেশে দায়িত্বরত মার্কিন সেনার সংখ্যা কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। গত নির্বাচনেও তিনি একই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সে অনুযায়ী কাজও করেছেন। তবে তিনি দেশে সামরিকখাতে ব্যয় বাড়িয়েছেন এবং তা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে।

শুল্কারোপ অব্যাহত রেখে ট্রাম্প চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বলেছেন। আন্তর্জাতিক জোটগুলোকে চ্যালেঞ্জ জানানো থেকে যুক্তরাষ্ট্র বিরত হবে না বলে ট্রাম্প আভাস দিয়েছেন।

বাইডেন বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটাবেন।

চীনের বিষয়ে তিনি বলেছেন, তিনি চীনের উপর একতরফা শুল্কারোপ করবেন না। তবে আন্তর্জাতিক জোটের মাধ্যমে তিনি চীনকে এমনভাবে ‘জবাবদিহিতায়’ বাধ্য করবেন যেন চীন তা ‘এড়িয়ে যেতে না পারে’।

জলবায়ু পরিবর্তন

প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আ‍সার পরপরই জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণায়নের বিষয়টির বাস্তবতা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। এমনকী তিনি জলবায়ু পরিবর্তন রোধ করে পৃথিবীকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করা ‘প্যারিস জলবায়ু চুক্তির’ মতো আন্তর্জাতিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্র এ বছরের শেষে আনুষ্ঠানিকভাবে ওই চুক্তি থেকে সরে যাবে।

এছাড়া, ট্রাম্প পরিবেশের জন্য ক্ষতিকর অ-নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে চান। এজন্য তিনি তেল ও গ্যাস অনুসন্ধানের কাজে জোর দিয়েছেন।

জলবায়ু ইস্যুতে ট্রাম্পের একেবারে বিপরীতে অবস্থান নিয়েছেন বাইডেন। তিনি বলেছেন, ভোটে জয়ী হলে তিনি পুনরায় যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তির অংশ করবেন।

এছাড়ও বাইডেন বলেছেন, তিনি চান ২০৫০ সালের মধ্যে যুক্তরাষ্ট্র তাদের কার্বন নিঃসরণ শূন্যতে নামিয়ে আনুক। তিনি সরকারি জমিতে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য নতুন করে ইজারা দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করতে চান। একই সঙ্গে পরিবশের জন্য ভাল ‘গ্রিন এনার্জি’ প্রকল্পে দুই ট্রিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার কথাও বলেছেন।

কোভিড-১৯ মহামারি

যুক্তরাষ্ট্রে এবারের নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে করোনাভাইরাস মহামারি।

চীনের উহান শহর থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এই মহামারি নিয়ন্ত্রণে গত জানুয়ারির শেষ দিকে ‘করোনাভাইরাস টাস্ক ফোর্স গঠন করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু ওই টাস্ক ফোর্স যে কাজের কাজ কিছুই করেনি তার প্রমাণ দেশটিতে মোট সংক্রমণ এবং মোট মৃত্যুর সংখ্যা। উভয় তালিকাতেই এক নম্বরে যুক্তরাষ্ট্র।

নিজ দেশে মহামারি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ ট্রাম্পের তীব্র সমালোচনা হচ্ছে। নির্বাচনের সময়ে এ ইস্যুতে বেশ বেকায়দায় পড়েছেন তিনি।

এবার নির্বাচনী ইশতেহারে এ ইস্যুতে তিনি বলেছেন, নির্বাচিত হলে তিনি ‘দেশের নিরাপত্তা এবং পুনরায় অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক করার দিকে মনযোগ দেবেন।’

তিনি কোভিড-১৯ টিকা আবিষ্কার এবং এ রোগের চিকিৎসার উপায় খুঁজে বের করতে গবেষণা কাজের গতি আরও বাড়ানোর কথাও বলেছেন।

অন্যদিকে, ডেমোক্র্যাটিক প্রার্থী বাইডনে বলেছেন, তিনি নির্বাচিত হলে করোনাভাইরাস নিয়ন্ত্রণে দেশজুড়ে ‘কন্টাক্ট-ট্রেসিং প্রোগ্রাম’ চালু করবেন। এছাড়ও প্রতিটি অঙ্গরাজ্যে অন্তত ১০টি নমুনা পরীক্ষা সেন্টার স্থাপন করা এবং সবাইকে বিনামূল্যে কোভিড-১৯ পরীক্ষা করার সুযোগ করে দেবেন।

তিনি দেশজুড়ে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করবেন বলেও জানিয়েছেন।

অর্থনীতি

প্রেসিডেন্ট ট্রাম্প আগামী ১০ মাসের মধ্যে এক কোটি মানুষের জন্য নতুন কার্মসংস্থান এবং ১০ লাখ নতুন ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন।

এছাড়া, তিনি আয়কর হ্রাসের কথা বলেছেন এবং নানা কোম্পানিকে যুক্তরাষ্ট্রের কার্যক্রম চালিয়ে যাওয়ায় উৎসাহ দিতে ‘ট্যাক্স ক্রেডিট’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

এ বিষয়ে বাইডেন বলেছেন, তিনি উচ্চবিত্তদের উপর কর আরও বাড়াতে চান। যাতে বড়াতি অর্থ সরকারি নানা সেবা খাতে বিনিয়োগ করা যায়। তবে তিনি এটা পরিষ্কার করে দিয়েছেন, যাদের আয় বছরে চার লাখ মার্কিন ডলারের বেশি কেবল তারাই ওই করের আওতায় পড়বেন।

তিনি প্রতি কর্মঘণ্টায় সর্বনিম্ন মজুরি বাড়ানোর (প্রতিঘণ্টায় ১৫ মার্কিন ডলার) পক্ষেও মত দিয়েছেন। বর্তমানে সর্বনিম্ন মজুরি প্রতিঘণ্টায় ৭ দশমিক ২৫ ডলার।

স্বাস্থ্যসেবা

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে হওয়া অ্যাফোরডেবল কেয়ার অ্যাক্ট (এসিএ) বাতিল করতে চান ট্রাম্প। সাধারণ মানুষের স্বাস্থ্য ‍সুরক্ষা নিশ্চিত করতে বেসরকারি স্বাস্থ্যবীমা খাতে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ বাড়াতে এ আইন করা হয়। এ আইনে যেসব মানুষ দীর্ধমেয়াদে নানা জটিল রোগে ভুগছেন, বেসরকারি বীমা কোম্পানিগুলো যেন তাদের সেবা দিতে অস্বীকৃতি জানাতে না পারে তা নিশ্চিত করা হয়েছে।

ট্রাম্প বলেছেন, তিনি এ আইনের আরও উন্নয়ন এবং বিকল্প ব্যবস্থা চান। তবে কী ধরনের উন্নয়ন বা কী বিকল্প চান সে বিষয়ে কখনেওই বিস্তারিত কিছু বলেননি। তিনি বিদেশ থেকে কমদামী ওষুধ আমাদানি করে দেশে ওষুধের দাম কমানোর ইচ্ছাও প্রকাশ করেছেন।

অন্যদিকে, বাইডেন এসিএ-র সুরক্ষা এবং এ আইনের আরও বিস্তার চান।

তিনি বয়স্ক নাগরিকদের জন্য দেশে যে ‘চিকিৎসা সেবার’ (মেডিকেয়ার) ব্যবস্থা আছে সেটার আওতা আরও বাড়াতে চান। এজন্য তিনি বর্তমান বয়স ৬৫ থেকে কমিয়ে ৬০ বছর করতে চান। যাতে আরও বেশি মানুষ এই সেবা পায়।

সুপ্রিম কোর্ট

ট্রাম্প সুপ্রিম কোর্টে বিচারপতির শূন্যস্থান পূরণ করাকে নিজের সাংবিধানিক অধিকার বলে বর্ণনা করেছেন এবং এরই মধ্যে শুন্য আসনে রক্ষণশীল নতুন বিচারপিতি এমি কনি ব্যারেটকে নিয়োগ করেছেন।

অন্যদিকে, বাইডেন মনে করেন, সুপ্রিম কোর্টে বিচারপতির শূন্য আসনে নিয়োগ হওয়া উচিত ছিল নতুন প্রেসিডেন্ট ক্ষমতা নেওয়ার পর এবং তিনি এমনটাই চেয়েছিলেন।

যুক্তরাষ্ট্রে নারীর গর্ভপাতের অধিকার নিয়ে শিগগিরই আদেশ জারি করতে যাচ্ছে সুপ্রিম কোর্ট।

বাইডেন বলেছেন, তিনি নির্বাচিত হলে সুপ্রিম কোর্ট যদি গর্ভপাতের অধিকারের বিরুদ্ধে আদেশ দেয় তবে তা আটকে নারীদের গর্ভপাতের অধিকার সুনিশ্চিত করতে তিনি আইন পাস করবেন।

বর্ণবাদ

যুক্তরাষ্ট্রের পুলিশ বাহিনীতে বর্ণবিদ্বেষ একটি ‘পদ্ধতিগত’ সমস্যা বলে মনে করেন না ট্রাম্প। অন্যদিকে, বাইডেন পুলিশ বাহিনীর ভেতর বর্ণবিদ্বেষকে একটি ‘পদ্ধতিগত সমস্যা’ মনে করেন।

বাইডেন বলেছেন, তিনি এমন একটি নীতি গ্রহণ করবেন যাতে বর্ণবিদ্বেষের ঘটনাগুলোকে আইনের আওতায় আনা যায়। বর্ণবাদী বিভাজন কমিয়ে আনতেই এবারের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন বলে জানিয়েছেন তিনি।

৭৭ বছর বয়সী শ্বেতাঙ্গ আমেরিকান বাইডেন অনেক কৃষ্ণাঙ্গ আমেরিকান আইনপ্রণেতা এবং কৃষ্নাঙ্গ ভোটারদের সমর্থনের ভিত্তিতে ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন পেয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামার রানিংমেট থাকাসহ এবারের নির্বাচনে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসাবে কমলা হ্যারিসকে রানিংমেট হিসাবে নিয়ে বাইডেন এরই মধ্যে আমেরিকার রাজনীতিতে একটি ভিন্ন অবস্থান তৈরি করেছেন।

পুলিশে তহবিল না দেওয়ার আহ্বান বাইডেন প্রত্যাখ্যান করেছেন। বরং সঠিক মান রক্ষার জন্য তিনি পুলিশের বাড়তি তহবিল দেওয়ার পক্ষে।

আগ্নেয়াস্ত্র

বাইডেন আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে বেশ কঠোর অবস্থান নিয়েছেন। তিনি গণহামলায় ব্যবহার করা যায় এমন আগ্নেয়াস্ত্র (অ্যাসল্ট উইপন) বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছেন। এছাড়ও বন্দুক বিক্রির আগে ক্রেতার অতীত খুব ভালোভাবে পরীক্ষা এবং একজন কয়টি বন্দুক কিনতে এবং এক সময়ে বহন করতে পারবেন সেটার সীমা বেঁধে দিতে চান।

তিনি আগ্নেয়াস্ত্র তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার কাজও সহজ করতে চান। কিভাবে বন্দুক হামলা কমিয়ে আনা যায় তা নিয়ে গবেষণা কাজেও তহবিল বাড়াতে চান বাইডেন।

ওদিকে, আমেরিকানদের নিজেদের সুরক্ষায় আগ্নেয়াস্ত্র রাখার সাংবিধানিক অধিকারের পক্ষে ট্রাম্প বিশদ ব্যাখ্যা দিয়েছেন।

তবে ২০১৯ সালে বেপরোয়া বন্দুক হামলার কয়েকটি ঘটনার পর বাইডেনের মতো ট্রাম্পও বন্দুক ক্রেতাদের অতীত পরীক্ষা করে দেখার ক্ষেত্রে কড়াকড়ি আরোপের প্রস্তাব করেছেন। কিন্তু সেই পরিকল্পনার কিছুই বাস্তাবায়ন হয়নি এবং এ সংক্রান্ত কোনও আইনও সামনে আসেনি।

(দ্য রিপোর্ট/আরজেড/০৪নভেম্বর , ২০২০)