দিরোপর্ট২৪ ডেস্ক : লন্ডনভিত্তিক ‘শিখ ১০০’-এর প্রকাশ করা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর শিখের তালিকায় সবার ওপরে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নাম। রবিবার সাময়িকীটির ওয়েবসাইটে এ তালিকার প্রথম সংস্করণ বের করা হয়। খবর এনডিটিভির।

বার্ষিক সাময়িকীটি প্রতিবছর সমকালীন বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ও প্রভাবশালী শিখদের তালিকা প্রকাশ করে।

৮১ বছর বয়সি মনমোহনেকে পত্রিকাটি একজন চিন্তাবিদ ও পণ্ডিত হিসেবে উল্লেখ করে।

মনমোহনকে তার অধ্যবসায়, কাজের ক্ষেত্রে অ্যাকাডেমিক সক্ষমতা, বিনয়ী ও নির্লিপ্ততার কারণে এ সম্মানে ভূষিত করা হয় বলে জানিয়েছে সাময়িকীটি।

এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের পরিকল্পনা কমিটির ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিং আহলুওয়ালিয়া (৬৯)।

মনমোহনের স্ত্রী বাঙ্গালি গুরশরান কৈর এ তালিকার ১৩তম স্থানে রয়েছেন।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/নভেম্বর ১০, ২০১৩)