করোনার জাতীয় পরামর্শক কমিটির সভাপতি করোনায় আক্রান্ত
দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনা মহামারি বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি ও বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে নিজ বাসায় থেকেই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।
বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য এবং বিএসএমএমইউ’র সাবেক উপাচার্য ডা. নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ডা. শহীদুল্লাহ কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।’
চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) এর দেয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৮৫৩ জন চিকিৎসক, এক হাজার ৯৬৮ জন নার্স ও তিন হাজার ২৭১ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী।
আর করোনায় চিকিৎসকদের মৃত্যুর সংখ্যা ইতিমধ্যে ১০০ পেরিয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/০৫নভেম্বর , ২০২০)