হলিউডে অডিশন দিলেন হৃতিক
দ্য রিপোর্ট ডেস্ক: জনপ্রিয় বলিউড অভিনেতা হৃতিক রোশান। এবার হলিউডের সিনেমায় দেখা যাবে এই অভিনেতাকে।
বলিউডলাইফ ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েক মাস আগে একটি মার্কিন ট্যালেন্ট এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন হৃতিক। সম্প্রতি এই এজেন্সির মাধ্যমে একটি হলিউড সিনেমার অডিশন দিয়েছেন তিনি। একটি নামকরা প্রযোজনা প্রতিষ্ঠানের অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমা এটি।
এদিকে একটি সূত্র মিড-ডে পত্রিকায় বলেন, ‘হৃতিকের টিমকে সিনেমাটিতে তার চরিত্র কী হবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। দুই সপ্তাহ আগে তিনি অডিশন দিয়েছেন এবং সেটি রেকর্ড করে পাঠিয়েছেন। এ সম্পর্কে আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে কৃষ-ফোর সিনেমা শেষ করে হলিউডের এই প্রজেক্ট শুরু করবেন তিনি।’
যদিও এ প্রসঙ্গে হৃতিকের মুখপাত্রকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমাদের এ বিষয়ে কোনো তথ্য জানা নেই।’
হৃতিকের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওয়ার’। খুব শিগগির ‘কৃষ’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমা ‘কৃষ ফোর’র শুটিং শুরু করবেন তিনি। এটি পরিচালনা করবেন তার বাবা রাকেশ রোশান। শোনা যাচ্ছে, বেশ বড় পরিসরে সিনেমাটি তৈরি হবে। টাইম ট্রাভেলিং নিয়ে তৈরি হয়েছে সিনেমার গল্প। এতে একদল সুপার ভিলেনের সঙ্গে লড়বেন হৃতিক। সিনেমাটির ভিএফএক্স-এর কাজ করবে শাহরুখ খানের রেড চিলিস প্রোডাকশন।
(দ্য রিপোর্ট/আরজেড/০৫নভেম্বর , ২০২০)