দ্য রিপোর্ট ডেস্ক: চুয়াডাঙ্গায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের জীবননগর শাখার অধীনে দর্শনা উপশাখা উদ্বোধন করা হয়েছে। ৪ নভেম্বর চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলী আজগার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপশাখার উদ্বোধন করেন।

ব্যাংকের যশোর শাখাপ্রধান মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মনসুর বাবু এবং কেরু অ্যান্ড কোং বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু সাইদ।

স্বাগত বক্তব্য দেন ব্যাংকের জীবননগর শাখাপ্রধান নজরুল ইসলাম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখা ইনচার্জ আলমগীর কবীর। এছাড়াও স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৪নভেম্বর , ২০২০)