নিজেকেও ছাড়িয়ে যেতে চান সাকিব
দ্য রিপোর্ট ডেস্ক: শ্রীলঙ্কা সফর স্থগিতাদেশ পাওয়ায় ব্যক্তিগত অনুশীলনের ইতি টেনে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে গিয়েছিলেন সাকিব আল হাসান। তবে আইসিসির দেওয়া নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করে আবারো দেশে ফিরেছেন তিনি। এবার কর্পোরেট লিগ টি-টোয়েন্টির প্রস্তুতি শুরু করবেন তিনি।
গত বিশ্বকাপটা স্বপ্নের মত কেটেছে সাকিব আল হাসানের। যদিও তখনো জানতেন, আর ক’দিন পরই নেমে আসতে পারে শাস্তির নির্দেশ। সেই শাস্তি আরোপিত হয় ২০১৯ সালের অক্টোবরের শেষদিকে। সাকিবের এক বছরের নিষেধাজ্ঞায় কালো মেঘ নামে বাংলাদেশের ক্রিকেট আকাশে।
দেশের ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটার তিনি অনেকটা অবিসংবাদিতভাবেই। বরং বিতর্ক হতে পারে, তিনি বিশ্বের সেরা অলরাউন্ডার কি না তা নিয়ে। নিষেধাজ্ঞা কাটিয়ে প্রত্যাবর্তন সাকিবের জন্য নতুন শুরু। আর এই নতুন শুরুতে নিজেকেও ছাড়িয়ে যেতে চান তিনি।
নিষেধাজ্ঞার আগে সাকিবের পারফরম্যান্সের গ্রাফ এতই উপরে উঠছিল যে, ১২ মাস খেলায় না থাকা সত্ত্বেও আবারো তিনি ওয়ানডের শীর্ষ অলরাউন্ডার। সাকিবের মুখে অবশ্য লাজুক ছায়া, ‘দেখুন, আমি কিছু করিনি। না করেই যেখানে ছিলাম ওখানেই আছি।’
তবে যেখানে আছেন সেখানেই সন্তুষ্ট নন সাকিব। আগামী দিনগুলোতে আরও এগোতে চান, ছাড়িয়ে যেতে চান নিজেকেও। সাকিব বলেন, ‘চেষ্টা থাকবে প্রতিদিন যেন নিজেকে আরও উন্নত করতে পারি। নিজের সেরা পারফরম্যান্সকেও যেন আরও ছাড়িয়ে যেতে পারি। আমি তো আশা করব যত তাড়াতাড়ি সম্ভব আগের ছন্দে ফিরে যেতে।’
সাকিব আরও বলেন, ‘তবে আমি তাড়াহুড়ো করতে চাই না। অন্য সবার মত আমারও সময়ের প্রয়োজন। আশা করি এই সময়টুকু পাব। তার ভেতরে নিজেকে আগের মত তৈরি করে নিতে পারব।’
(দ্য রিপোর্ট/আরজেড/০৬নভেম্বর, ২০২০)