মার্কিন নির্বাচনে ভোট দিয়ে ভারতে ফিরলেন সানি লিওন
দ্য রিপোর্ট ডেস্ক: শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে একাই ভারতে ফিরছেন সানি লিওন। পরিবারের কেউ তার সঙ্গে ফেরেননি। প্রায় ছয় মাস পর মুম্বাইতে আসলেন তিনি। `নতুন রোমাঞ্চ`র আশায় এবার দেশে ফিরছেন বলে সামাজিক যোগাযোগের মধ্যমে জানান তিনি।
মাস্ক আর চশমা পরে ইনস্টাগ্রামে নিজের বিমান ভ্রমণের ছবি পোস্ট করে ক্যাপশনে সানি লিখেন, ` কাজের জন্য পরিবারকে ছেড়ে আসতে মন খারাপ লাগছে। ` তার মানে দীর্ঘ লকডাউনের পর এবার কাজে ফিরতে যাচ্ছেন তিনি।
স্বামী ড্যানিয়েল ওয়েবার ও তিন সন্তান নিয়ে সুখের সংসার সানির। বুধবার হাতে `আই ভোট` ব্যাজ নিয়ে মার্কিন পতাকার ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে স্বামীর সঙ্গে তোলা ছবি পোস্ট করে নিজেদের ভোটে অংশগ্রহণের কথা জানান দেন সবাইকে। এবার মার্কিন প্রেসিডেন্ট কে হবে তা নিয়ে খুব চিন্তায় আছেন সানিও। ওই পোস্ট করা ছবির ক্যাপশনে তিনি লিখেন, `রহস্যটা মেরে ফেলছে আমাকে!!!’
(দ্য রিপোর্ট/আরজেড/০৭নভেম্বর, ২০২০)