দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা।

রোববার (৮ নভেম্বর) বেলা ১১টার পর তারা শাহবাগে অবস্থান নেন।

অনতিবিলম্বে সেশনজট দূর করতে অনলাইন ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া, প্রুফ পরীক্ষা না নেওয়া, বেসরকারি মেডিক‌্যাল কলেজে ৬০ মাসের বেশি বেতন না নেওয়ার দাবি করেন তারা।

শিক্ষার্থীরা বলেন, ‘শিক্ষার্থীদের ৬০ মাসের বেতন পরিশোধ করতে বলা হয়েছে। কিন্তু করোনার সময় কোনো ধরনের ক্লাস-পরীক্ষা হয়নি। আর এই সময়ে এভাবে বেতন আদায় করা অমানবিক।’

আকবর হোসেন নামে এ শিক্ষার্থী বলেন, ‘এই সময়ে মেডিক্যালে প্রফেশনাল পরীক্ষা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের এক মাস হলে থাকার কথা বলা হয়েছে। করোনার মধ‌্যে আমরা এই ঝুঁকি নিতে চাই না।’

এ বিষয়ে রমনা জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, তাদের সড়ক ছাড়ার জন‌্য বোঝানো হচ্ছে। দাবি-দাওয়া নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে যাওয়ার জন‌্য অনুরোধ করা হচ্ছে। আমরা যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করছি।’

(দ্য রিপোর্ট/আরজেড/০৮নভেম্বর, ২০২০)